

ভারতের বিপক্ষে নারী দলের সাফল্যে বেজায় খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সিদ্ধান্ত এল, নিগার সুলতানা জ্যোতির দল পাচ্ছে বড় অংকের বোনাস। সবমিলিয়ে ৩৫ লাখ টাকার বোনাস দিয়ে নারী দলকে পুরস্কৃত করল বিসিবি।
গতকাল নানা নাটকীয়তার পর শেষ হয় সিরিজ। শেষ ওয়ানডে টাই হওয়াতে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। ফলে জিতল না কেউই, বাংলাদেশ-ভারত করল ট্রফি ভাগ। কিন্তু টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও নিগার-মারুফারা যেভাবে পারফর্ম করেছে নিঃসন্দেহে বাংলাদেশের নারী ক্রিকেটের নতুন যুগের সূচনা। এই সিরিজেই বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে ওয়ানডে জিতে। নারী ওয়ানডেতে প্রথম বাংলাদেশী হিসেবে ফারজানা হক পিংকির সেঞ্চুরি।
কিন্তু শেষ ওয়ানডেতে মাঠে ছিলেন না বিসিবি বস। একদিন পর আজ রবিবার টিম হোটেলে নারী দলের খেলোয়াড়দের সাথে দেখা করে ৩৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন নাজমুল হাসান পাপন।
স্কোয়াডের ক্রিকেটারদের জন্য ২৫ লাখ টাকা বোনাস। এছাড়াও পুরো সিরিজে যারা ভালো খেলেছে তাদের জন্য আলাদা করে টাকা। বাদ যাচ্ছে না কোচিং স্টাফরাও।
মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে স্মরণীয় করে রাখলেন ফারজানা হক পিংকি। আন্তর্জাতিক নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। আর তাতেই পিংকি পাচ্ছেন আলাদাভাবে ২ লাখ টাকার বোনাস।