‘তামিম ফেরত না আসলে আরেকজন অধিনায়ক হবে’

পাপন খুশি
Vinkmag ad

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফেরা নিয়ে বিসিবি সভাপতি এখনই কিছু বলতে পারছেন না। দুবাইয়ে পরিবারের সাথে ছুটি কাটিয়ে তামিম ডাক্তার দেখাতে যাবেন ইংল্যান্ড। চোট সেরে কবে পুরোপুরিভাবে ফিট তামিমকে মাঠে পাবে দল; তা এই মুহূর্তে জানেন না নাজমুল হাসান পাপন। তবে তামিমকে দ্রুত সুস্থ করতে বিসিবি যেকোনো কিছু করতে রাজি।  

নারী দলের সাফল্যের পর বোনাস ঘোষণা করতে টিম হোটেলে আসেন নাজমুল হাসান পাপন সহ বিসিবির বেশ কয়েক পরিচালক। কিন্তু এসব অর্জনের বাইরেও যে সভাপতি নাজমুল হাসান পাপন চিন্তিত তামিম ইকবালকে নিয়ে। বিশ্বকাপের আগে এশিয়া কাপের মেগা ইভেন্ট, তার আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে বিসিবি আয়োজন করছে এক অনুশীলন ক্যাম্প। কিন্তু অধিনায়ক তামিম ইকবাল কোথায়? ফিরছেন কবে?

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন তামিমকে নিয়ে তার জানা সবশেষ আপডেট,

‘তামিম আমাদের বিশ্বকাপের অধিনায়ক, এটাতে তো কোনো সন্দেহ নেই। তামিম খেলে নাই যে দুইটা ম্যাচ সেগুলোতে লিটন দাস অধিনায়ক ছিল। এখন তামিম যদি আবার ফেরত আসে তামিম হবে। আর তামিম যদি আর ফেরত না আসে তাহলে আরেকজন হবে।‘

তামিম ইকবালকে সুস্থ করে দ্রুত মাঠে ফেরাতে বিসিবির পরিস্কার মনোভাব। তামিমের জন্য তারা করতে রাজি যেকোনো কিছু। নাজমুল হাসান পাপন আরও বললেন তামিমের চোট ইস্যুতে,

‘এইটা আগে থেকে বলা মুশকিল, ও কোন ম্যাচটা খেলতে পারবে। কখন থেকে ফিরবে। আমরা চাই যে তামিম দ্রুত সুস্থ হয়ে কামব্যাক করুক।  আমরা এক পায়ে খাড়া, তামিমকে সুস্থ করতে যা যা দরকার আমরা করতে রাজি আছি।’

দুবাই ভ্রমণ শেষে তামিমের যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে। সেখানে চিকিৎসকের সাথে সাক্ষাৎ করলে, পরবর্তী অবস্থা সম্পর্কে জানা যাবে।

৯৭ প্রতিবেদক

Read Previous

লাহিরু থিরিমান্নের অবসর ঘোষণা

Read Next

৩৫ লাখ টাকা পুরস্কার নারী দলের

Total
0
Share