

তামিম ইকবাল। বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ককে নিয়ে নানারকম প্রশ্ন আর কল্পনা মিশ্রিত ধারণা তৈরি হচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলী একপাশে রাখলেও, তামিমের ইঞ্জুরির জন্য চিকিৎসা ও পরবর্তী ব্যবস্থাগুলো কেমন হবে তা বিভিন্নভাবে জানার চেষ্টা করা হচ্ছে।
সম্প্রতি তামিম দুবাই গিয়েছেন পরিবার নিয়ে। দুবাই ভ্রমণ শেষে তামিমের যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে। সেখানে চিকিৎসকের সাথে সাক্ষাৎ করলে, পরবর্তী অবস্থা সম্পর্কে জানা যাবে।
তবে তামিমকে যেতে হতে পারে তিন অবস্থার মধ্যে দিয়ে; ইঞ্জেকশন, পুনর্বাসন, অপারেশন। ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি সান’- কে বিসিবির এক অফিশিয়াল জানিয়েছেন, “অপারেশন এই ধরনের পরিস্থিতিতে একটা উপায় হতে পারে। কিন্তু এটা সম্ভবত সর্বশেষ উপায়। তখন সে (তামিম) ৪ মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে পারে।”
তবে সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ থাকায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত হবে কিনা– তা নিয়েও আছে প্রশ্ন। সমস্তকিছু বোঝা যাবে, তামিমের ইংল্যান্ড যাত্রা ও পরবর্তী চিকিৎসা ব্যবস্থা নেওয়া পর। তামিমের পিঠের ব্যথা ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। সর্বশেষ আফগানিস্তানের সাথে একমাত্র টেস্টেও এই ওপেনার ছিলেননা পিঠের ইঞ্জুরির কারণে।
“আমরা অপেক্ষা করছি ইংল্যান্ডের চিকিৎসক তাঁকে দেখে কি পরামর্শ দেয়। অপারেশন বাদেও, আরো দুইটি উপায় রয়েছে; পুনর্বাসন বা ইঞ্জেকশন।” বলেন বিসিবি অফিশিয়াল।
খুব সম্প্রতি তামিমের ‘অবসর’ নিয়ে নানা ধরনের অবস্থা তৈরি হয়েছিল। তামিম ইকবাল সংবাদ সম্মেলন করে অবসর নেওয়ার পর, আবার ফিরে এসেছেন। যেখানে ছিল মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ বা নির্দেশ। যা তামিম নিজে জানিয়েছেন।
অবসর থেকে ফিরে এসে ক্রিকেট থেকে দেড় মাসের ছুটি নিয়েছেন তামিম। যার ফলে আফগানিস্তানের সাথে পরবর্তী ওয়ানডে ম্যাচ দু’টি খেলা হয়নি। যদি সব ঠিক থাকে, এশিয়া কাপে দেখা যেতে পারে তামিম ইকবালকে। কিন্তু যদি কোনো বড় চিকিৎসা বা অন্য কোনো কারণ তৈরি হয়, তবে কিছু অনিশ্চয়তাও যে থাকে– সে কথা না বললেও ভুল হবে।