

২২ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কর যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুকরণীয় নয়। জেন্টেলম্যান’স গেম বলে খ্যাত ক্রিকেটে অখেলোয়াড়সুলভ আচরণ করেন হারমানপ্রীত।
আউট হবার পর মাঠে প্রতিক্রিয়া দেখান, ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন, আম্পায়ারের সঙ্গে ত’র্ক করে মাঠ ছাড়েন। সেখানেই থামেননি তিনি। পরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন, বাংলাদেশ দলকে বিদ্রুপ করেন।
এ অখেলোয়াড়সুলভ আচরণের জন্য বড় শাস্তি পেতে পারেন হারমানপ্রীত এমনটাই ভাবছিলেন সবাই। তবে তেমনটা হচ্ছে না বলেই খবর।
কোন ম্যাচ নিষেধাজ্ঞা পাচ্ছেন না তিনি, জরিমানা হচ্ছে কেবল ৭৫ শতাংশ ম্যাচ ফি। বিসিবি সূত্রে খবর স্টাম্প ভাঙার কারণে ৫০ শতাংশ ও প্রেজেন্টেশনে বলা কথার জেরে ২৫ শতাংশ জরিমানা জুটেছে তাঁর। সাথে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হবে ৪ ডিমেরিট পয়েন্ট।
যদিও আইসিসি এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর শাস্তির বৃত্তান্ত জানায়নি।