সুপার ওভার খেলতে আগ্রহী ছিল ভারত

সুপার ওভার খেলতে আগ্রহী ছিল ভারত
Vinkmag ad

ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মান্দানা স্বীকার করেছেন যে, সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে তার দলের সুপার ওভার খেলার ইচ্ছা ছিল। একটি রোমাঞ্চকর টাই দেখার পর সিরিজ ভাগ করে নেয় বাংলাদেশ-ভারত। যাইহোক, এই ম্যাচ সুপার ওভারের সাক্ষী হইয়নি, কারণ খেলার নির্ধারিত সময় আগেই শেষ হয়ে যায়। অধিনায়ক হারমানপ্রীতের ঘটনা টেনে মান্দানার জবাব, এটা কেবল ছিল মুহূর্তের উত্তাপ, যা খেলারই অংশ। 

তিন ম্যাচের সিরিজের ফলাফল দাঁড়াল ১-১। শনিবার মিরপুর হোম অব ক্রিকেটে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ২২৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৯.৩ ওভারে ঠিক ২২৫ রানেই অল-আউট হয়ে যায় ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে স্মৃতি মান্দানা সুপার ওভার ইস্যুতে প্রশ্ন আসতেই বলে ওঠলেন,

‘আমরা অবশ্যই সুপার ওভার খেলতে চাইতাম। আমার মনে হয় সুপার ওভার নিয়ে আমাদের কাছে কোনো প্রস্তাব ছিল না (ম্যাচ অফিশিয়ালদের পক্ষ থেকে)। সবকিছু চূড়ান্ত হয়েছিল। যদি এমন ব্যাপার (প্রস্তাব) থাকত, তাহলে আমরা চোখ বুজে সুপার ওভার খেলতাম। কিন্তু যেটা হয়েছে, এ ধরনের ম্যাচ মেয়েদের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে দারুণ ভূমিকা রাখবে।’

রোমাঞ্চকর সমাপ্তি সত্ত্বেও, খেলার পরে সব ইস্যু যেন ঢেকে যায় ভারত অধিনায়ক হারমানপ্রীতের মন্তব্যকে কেন্দ্র করে। ভারতীয় অধিনায়ক অন-ফিল্ড আম্পায়ারদের করা কলে তার অসন্তোষ প্রকাশ করেন। আউট হয়ে মেজাজ হারানো হারমান ব্যাট দিয়ে ভাঙলেন স্টাম্প। এমন কাণ্ডের ব্যাখ্যায় স্মৃতি মান্দানা,  

‘মাঝখানে যা ঘটেছিল তা খেলার অংশ।’

‘আমরা এই ঘটনাগুলি অতীতেও দেখেছি যখন পুরুষদের ক্রিকেট দেখি। আমি মনে করি আপনি যখন ভারতের হয়ে খেলবেন, তখনই আপনি ম্যাচ জিততে চান এবং এটি মুহূর্তের উত্তাপে ঘটে। কিন্তু আমি মনে করি যে হারমান প্রদত্ত সিদ্ধান্তে সত্যিই খুশি ছিলেন না। এবং তিনি অনুভব করেছিলেন যে আউট হননি। তাই এমনটি ঘটেছিল। কিন্তু হ্যাঁ, আমি শুধু অনুভব করি যে এটি কেবল মুহূর্তের উত্তাপ এবং এর চেয়ে বেশি কিছু নয়।’

আউট হয়ে মেজাজ হারানো ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর এই রেশ টেনে নিয়ে আসলেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী, এরপর ফটো সেশনেও।

৯৭ প্রতিবেদক

Read Previous

প্রাথমিক স্কোয়াডে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ

Read Next

অল্পতেই পার পেয়ে যাচ্ছেন হারমানপ্রীত কর!

Total
0
Share