

আউট হয়ে মেজাজ হারানো ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কর এই রেশ টেনে নিয়ে আসলেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী, এরপর ফটো সেশনেও। নিগার সুলতানা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হারমানপ্রীতের আউট ইস্যুতে বেশি কিছু বলতে চাইলেন না। তবে ভারতীয় অধিনায়ক ট্রফি নিয়ে ছবি তোলার সময় কয়েক কথায় তিনি দল নিয়ে দ্রুতই ফ্রেম ছেড়ে বেরিয়ে যান।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে ক্ষোভ ঝরল। ভারতীয় অধিনায়কের ব্যবহার ও কথায় নিগার সুলতানা তার দল নিয়ে দ্রুতই ছবির ফ্রেম ছেড়ে বেরিয়ে আসেন। সংবাদসম্মেলনে নিগারের কাছে প্রশ্ন ছোঁড়া হয়- কি কথা বলেন কর সে সময়?
‘ও এমন কিছু শব্দ বলেছে যা আমি বলতে পারছি না। এটা তো জেন্টালম্যান গেম, ওখানকার পরিবেশ এমন ছিল তাই দল নিয়ে সরে আসছি।‘
ম্যাচ রেফারির কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ করবেন কি না? এমন উত্তর জানতে চাইলে নিগার বলেন, ‘এটা ম্যাচের বাইরের ঘটনা তাই এ নিয়ে আর অভিযোগ দিচ্ছি না। ম্যাচে যা হয়েছে তা দেখে আম্পায়াররা সিদ্ধান্ত তো নেবেনই।‘
ঘটনা, ইনিংসের ৩৪ তম ওভারের ৪র্থ বল, নাহিদার বলে সুইপ খেলতে গিয়ে ভারতীয় অধিনায়ক পড়েন বিপাকে। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আঙুল উঁচিয়ে যান ক্যাচ আউটের সিদ্ধান্ত। মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে উড়িয়ে কয়েক ফুট দূরে নিয়ে ফেলেন হারমানপ্রীত কর।
বাংলাদেশী ক্রিকেটাররা লেগ বিফোরের আবেদন করলেও আম্পায়ার আউট দিয়ে জানান ক্যাচ আউট ছিলেন হারমানপ্রীত কর। হয়তো বল প্যাড ছোঁয়ার আগেই করের গ্লাভস ছুঁয়ে যায়। তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত পর্যন্ত এই আউট না গড়ানোয় ক্ষোভ নিয়েই ব্যক্তিগত ১৪ রানে মাঠ ছাড়েন হারমানপ্রীত কর।