আম্পায়ার তানভীর দিলেন আউট, ক্ষোভে হারমান ভাঙলেন স্টাম্প

হারমানপ্রীত স্টাম্প
Vinkmag ad

ফের আলোচনায় আম্পায়ার তানভীর আহমেদ। এবার আউটের বিতর্কে জড়ালেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে। তবে তানভীর আহমেদের ভুল চোখে দেখে বোঝা না গেলেও হারমানপ্রীতের মেজাজ হারানোয় দেখা গেল অপেশাদারিত্ব। আউট হয়ে মেজাজ হারানো হারমান ব্যাট দিয়ে ভাঙলেন স্টাম্প।  

দলীয় ১৩৯ রানে মান্দানা আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার পর অধিনায়ক হারমানপ্রীত কর এসে এরপর সঙ্গ দেন হারলিন দেউলকে। তবে নাহিদা আক্তার অ্যাকশনে এসেই অধিনায়ক হারমানকে ইনিংস বড় করতে দেননি। তবে ঘটনা শেষ শুধু আউট হয়ে বিদায় নেওয়াতে নয়, এর আগের কাণ্ডে।

ঘটনা, ইনিংসের ৩৪ তম ওভারের ৪র্থ বল, নাহিদার বলে সুইপ খেলতে গিয়ে ভারতীয় অধিনায়ক পড়েন বিপাকে। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আঙুল উঁচিয়ে যান ক্যাচ আউটের সিদ্ধান্ত। মেজাজ হারিয়ে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে উড়িয়ে কয়েক ফুট দূরে নিয়ে ফেলেন হারমানপ্রীত কর।

বাংলাদেশী ক্রিকেটাররা লেগ বিফোরের আবেদন করলেও আম্পায়ার আউট দিয়ে জানান ক্যাচ আউট ছিলেন হারমানপ্রীত কর। হয়তো বল প্যাড ছোঁয়ার আগেই করের গ্লাভস ছুঁয়ে যায়। তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত পর্যন্ত এই আউট না গড়ানোয় ক্ষোভ নিয়েই ব্যক্তিগত ১৪ রানে মাঠ ছাড়েন হারমানপ্রীত কর।

মেজাজ হারিয়ে এমন অযাচিত কাণ্ডের জন্য নিশ্চিতভাবেই ম্যাচ রেফারির আবেদনের প্রেক্ষিতে বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন হারমানপ্রীত কর। যা আসলে বোঝা যাবে ম্যাচ শেষে।  

৯৭ প্রতিবেদক

Read Previous

বরিশালে তামিমের সঙ্গী ফখর জামান

Read Next

আবারও স্বপ্নভঙ্গ, তবে সিরিজ জিতল না কেউ

Total
0
Share