ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভারতকে বড় টার্গেট

বাংলাদেশ নারী দল
Vinkmag ad

মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশী ব্যাটারদের দারুণ ব্যাটিং প্রদর্শন। ভারতের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস গড়ার এই ম্যাচ স্মরণীয় করে রাখলেন ফারজানা হক পিংকি। আন্তর্জাতিক নারী ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। আর তাতেই ভারতকে ২২৬ রানের টার্গেট দিল বাংলার মেয়েরা।

ফারজানা হক পিংকি বাউন্ডারি হাঁকিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে শতক হাঁকালেন আন্তর্জাতিক নারী ওয়ানডেতে। আর তাতেই বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৫ রান।

টস জিতে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দুই উদ্বোধনী ব্যাটারের দাপটে পায় উড়ন্ত সূচনা। দুই ওপেনারের শুরুর জুটিতেই স্কোরবোর্ডে যোগ হয় ৯৩ রান। ফিফটি হাঁকিয়ে ব্যাক্তিগত ৫২ রানে শারমিন আক্তার আউট হলে ভাঙে জুটি। এরপর নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক পিংকির ব্যাট থেকে আসে আরও ৭১ রান।

৩৬ বল খেলে অধিনায়ক নিগার ২৪ রানে বিদায় নিলে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। পরের ওভারে আরও এক উইকেট হারায় স্বাগতিকরা। রিতু মণি প্যাভিলয়নের পথ ধরেন দুই রান করতেই। এরমাঝেই ফিফটি হাঁকিয়ে ফেলা ফারজানা হক পিংকি ছুটতে থাকেন বড় ইনিংসের পথ ধরে। ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে খেলতে থাকেন দারুণ সব স্ট্রোক্স। তাকে যোগ্য সঙ্গ দেন সোবহানা মোস্তারি।

ইনিংসের শেষ বলে রান আউটের ফাঁদে পরে ফেরার আগে ওপেনার ফারজানা করে ফেলেছে ন অনন্য এক রেকর্ড। যা নারী ওয়ানডেতে প্রথম কোনো বাংলাদেশী ব্যাটারের শতক। তাও আবার ভারতের মতো শক্তিশালী বোলিং লাইন-আপের বিরুদ্ধে। 

৯৭ প্রতিবেদক

Read Previous

কোহলির সেঞ্চুরিতে রঙিন পোর্ট অব স্পেন!

Read Next

বরিশালে তামিমের সঙ্গী ফখর জামান

Total
0
Share