

বাংলাদেশ-ভারত ম্যাচ মাঠে গড়াবে, আর তাতে বিতর্ক হবে না তা কেমন করে হয়! কলম্বোতে এসিসি ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে। যেখানে এক স্টাম্পিং নিয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হচ্ছে আলোচনা। আম্পায়ারের সিদ্ধান্ত নিজেদের বিপক্ষে যাওয়া মানতে পারেনি বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা, ক্ষোভ প্রকাশ করেন মাঠেই।
ভারতীয় ‘এ’ দলের ইনিংসের ১৪ তম ওভারের ৪র্থ বল। স্পিনার রাকিবুল হাসানের টার্ন করা বল ব্যাটে-বলে করতে পারেননি তিননামা নিকিন জোসে। উইকেটের পেছনে থাকা আকবর আলি দ্রুতই স্টাম্প ভেঙে দিয়ে স্টাম্পিংয়ের আবেদন জানান।
অনফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ারের শরণাপন্ন হন। টিভি আম্পায়ার ফয়সাল আফ্রিদি রিপ্লে দেখে শুরুতে লাল বাতি জ্বালান, এর অর্থ ব্যাটার আউট। বাংলাদেশ শিবির তখন উদযাপনও শুরু করে দেয়।
কয়েক সেকন্ড বাদে আবার জ্বলে ওঠে সবুজ বাতি! এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি বাংলাদেশ দল। অধিনায়ক সাইফ হাসান অনফিল্ড আম্পায়ারের কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন।
রাগে রাগে উইকেটের পেছনে যাওয়া আকবর আলি লেগ আম্পায়ারকে বলেন, ‘তাঁকে (টিভি আম্পায়ার) বলুন ঘুম থেকে জেগে উঠতে’। যা স্টাম্প মাইকে স্পষ্ট শোনা যায়।
View this post on Instagram
তবে বেশিক্ষণ টেকেননি নিকিন জোসে। ১৯ তম ওভারের প্রথম বলে জাকির হাসানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। বোলার সাইফ হাসান তো বটেই, উদযাপনে আগ্রা’সী ছিলেন দলের বাকিরাও।