

জিম-আফ্রো টি-টেন লিগে খেলতে এই মুহূর্তে জিম্বাবুয়ে অবস্থান করছেন বাংলাদেশের গতিতারকা তাসকিন আহমেদ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিন আহমেদের দল বুলাওয়ে ব্রেভস।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় মাঠে গড়াবে বুলাওয়ে-হারারে ম্যাচ। এখানেই অবশ্য শেষ নয়। ৪ ঘন্টা পর বাংলাদেশ সময় ১১ টায় মুশফিকুর রহিমের দল জোহানেসবার্গ বাফেলোসের মুখোমুখি হবে তাসকিন আহমেদরা।
বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিমই গেছেন জিম-আফ্রো টি-টেন লিগ খেলতে।
এদিকে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে গেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
তারা দুজনেই মাঠে নামবেন মধ্যরাতে। রাত ১ টা ৩০ মিনিটে ব্রাম্পটোনে মন্ট্রিল টাইগার্সের মুখোমুখি হবে সারে জাগুয়ার্স।
মন্ট্রিল টাইগার্সে খেলবেন সাকিব আল হাসান, সারে জাগুয়ার্সের সহ অধিনায়ক লিটন দাস।
শুক্রবার ছুটির দিনে টাইগার ভক্ত-সমর্থকদের জমজমাট ক্রিকেট দেখে সময় কাটবে। আর তার বন্দোবস্ত করে দিয়েছে টি-স্পোর্টস। সবকটি ম্যাচই সম্প্রচার করবে দেশের প্রথম স্পোর্টস চ্যানেলটি।