

ভিরাট কোহলি মানেই যেন বিভিন্ন অর্জনে নিজের নাম পাকা করে নেওয়া। ক্রিজে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন রেকর্ড তো ব্যাট দিয়ে করেই চলেছেন। এবার নিজ উপস্থিতির স্বাক্ষর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার কালে কোহলি নিজের নামের পাশে ৫০০ ম্যাচ খেলার ছাপ নিয়ে নিলেন। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটেই! ত্রিনিদাদে দ্বিতীয় টেস্টে ভারতীয় এই ব্যাটার চাইবেন নিজের সময়টা দুর্দান্ত কোনো ইনিংস খেলে সাজিয়ে রাখতে।
এই অর্জনে কোহলি নিজেকে বসালেন শচীন টেন্ডুলকার, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং, এম এস ধোনি, সনাৎ জয়াসুরিয়া, শহীদ আফ্রিদি, রাহুল দ্রাবিড়– এই বড় নামগুলোর পাশে।
কোহলি যখন অনূর্ধ্ব-১৯ দলে খেলছেন, তখনই তাঁকে দেখে সম্ভাবনার বিচার করা যেত। ভারতের ১৯ দল যেবার চ্যাম্পিয়ন হয়, সেবার কোহলি ছিলেন দলের অধিনায়ক। ২০০৮ সালে তাঁর আন্তর্জাতিক অভিষেক ঘটে। এরপর সময় লাগেনি নিজের জাত চেনাতে। ২০১০ সময়কালে অর্জন করেছেন, পুরুষ খেলোয়াড়দের ‘আইসিসি প্লেয়ার অব দ্য ডেকেড’, অর্থাৎ যুগের সেরা খেলোয়াড়।
ভারতের পক্ষে ১১০ টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৮,৫৫৫ রান সংগ্রহ করেছেন কোহলি। গড় ৪৮.৮৮। সাথে আছে ২৮ সেঞ্চুরি, ২৯ হাফ-সেঞ্চুরি। যেখানে সর্বোচ্চ সংগ্রহ ২৫৪* রান। ভারতের হয়ে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার তিনি।
৭ টি ডাবল-সেঞ্চুরি রয়েছে কোহলির পকেটে। এরচেয়ে বেশি কেবল অজি গ্রেট ডন ব্রাডম্যানের, ১২ টি।
৬৮ টেস্ট ম্যাচে কোহলি দলকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ৪০ টি, হেরেছেন ১৭ টি, বাকি ১১ টি ড্র। নেতৃত্বের জায়গা থেকে অন্যতম সফল অধিনায়ক তিনি।
২৭৪ টি ওয়ানডে ম্যাচ খেলেছেন কোহলি। সংগ্রহ করেছেন ১২,৮৯৮ রান। গড় ৫৭.৩২। নামের পাশে ৪৬ টি সেঞ্চুরি, হাফ-সেঞ্চুরি আছে ৬৫ টি। সর্বোচ্চ সংগ্রহ ১৮৩ রান। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রহকারী এই ভারতীয় ক্রিকেটার।
ভিরাট কোহলি টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ১১৫ ম্যাচে অংশ নিয়ে ৪,০০৮ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে গড় ৫২.৭৩। বিশ ওভারের এই সংস্করণে ১ সেঞ্চুরি এবং ৩৭ টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বোচ্চ সংগ্রহ ১২২* রান। ৩৮ টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন কোহলি, যা যেকোনো ব্যাটারের তুলনায় সর্বোচ্চ।
এত এত ‘সর্বোচ্চ’ নিয়ে বীরদর্পে ক্রিকেট মাতিয়ে যাচ্ছেন কোহলি। অফ-ফর্মের কবলেও ছিলেন বেশ কিছুদিন। তবে ফিরে এসেছেন বলেই বিশ্বাস। আরো কত ম্যাচ খেলবেন আর কত রান কোহলি করতে চান, তা তিনি হয়ত জানবেন। আপাতত এই ৫০০ তম ম্যাচে ভিরাট কোহলিকে আপনি অভিনন্দন জানাতে পারেন, যা করেছেন এবং যা করবেন– তার জন্য।