এশিয়া কাপে সাকিব-লিটনদের ঝক্কি, বিসিবির ‘কিছু করার নেই’

এশিয়া কাপ
Vinkmag ad

এশিয়া কাপ ২০২৩ নিয়ে অনিশ্চয়তা কম ছিল না। আয়োজক পাকিস্তান হওয়ায় সেখানে আদৌ কোন ম্যাচ হবে কিনা, বিকল্প কোন ভেন্যুতে খেলা হবে, হাইব্রিড মডেল কেমন হবে এসব নিয়ে আলাপ-আলোচনা কম হয়নি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গতকাল (১৯ জুলাই) এশিয়া কাপের সূচি প্রকাশ করে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড)।

আর সূচি প্রকাশের পর দেখা গেছে বাংলাদেশ গ্রুপ পর্বে একটি ম্যাচ খেলবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে, আরেকটি পাকিস্তানের লাহোরে। যদি বাংলাদেশ সুপার ফোরে ওঠে তাহলে টাইগারদের পাকিস্তান থেকে আবার যেতে হবে শ্রীলঙ্কায়।

শ্রীলঙ্কা-পাকিস্তান-শ্রীলঙ্কা, এক টুর্নামেন্টে সাকিব-লিটনদের ভ্রমণ নেহাত কম নয়। এত ঝক্কি কাম্য নয় জানলেও নিজেদের কিছুই করার নেই বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘হ্যাঁ, আমাদের প্রথম ম্যাচটা (ক্যান্ডিতে) খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩০ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। জার্নি যাতে কমফোর্টেবল হয় এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।’

‘ট্রাভেলে তো ইমপ্যাক্ট হয়। আমি মনে করি। এয়ারে ট্রাভেল করলে ২-৩ ঘণ্টা আগে যেতে হয়, লাগেজ নিয়ে যেতে হয়। মানসিক প্রস্তুতিরও ব্যাপার আছে। আর শ্রীলঙ্কা থেকে পাকিস্তান অনেক দূরে। যেহেতু এসিসির সিদ্ধান্ত আর সবাই অংশ নিচ্ছে… আমাদেরও মেনে নিতে হচ্ছে।’

বিসিবি চাইবে যেনো টাইগারদের ভ্রমণ নির্ঝঞ্ঝাট হয়। সেক্ষেত্রে এসিসির কাছে তাদের চাওয়া থাকবে ভালো এয়ারলাইনের চার্টার্ড বিমান।

জালাল ইউনুস বলেন, ‘এটা তো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্ব। অবশ্যই আমরা চাইব ভালো কোনো এয়ারলাইনে… যদি কোনো ন্যাশনাল এয়ারলাইন থাকে তাহলে সবার জন্য ভালো। ‘

এশিয়া কাপের সূচি-

পাকিস্তান বনাম নেপাল, ৩০ আগস্ট, মুলতান, পাকিস্তান
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ৩১ আগস্ট, ক্যান্ডি, শ্রীলঙ্কা
পাকিস্তান বনাম ভারত, ২ সেপ্টেম্বর, ক্যান্ডি, শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম আফগানিস্তান, ৩ সেপ্টেম্বর, লাহোর, পাকিস্তান
ভারত বনাম নেপাল, ৪ সেপ্টেম্বর, ক্যান্ডি, শ্রীলঙ্কা
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, ৫ সেপ্টেম্বর, লাহোর, পাকিস্তান

সুপার ফোর-

এ১ বনাম বি২, ৬ সেপ্টেম্বর, লাহোর, পাকিস্তান
বি১ বনাম বি২, ৯ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ১ বনাম এ২, ১০ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ২ বনাম বি১, ১২ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ১ বনাম বি১, ১৪ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ২ বনাম বি২, ১৫ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা

ফাইনাল-

শীর্ষ দুই দল, ১৭ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা।

৯৭ প্রতিবেদক

Read Previous

কানাডায় লিটনকে বড় দায়িত্ব দিল সারে জাগুয়ার্স

Read Next

ক্রলির ইনিংসে আদর্শ বাজবলের চিত্রায়ণ, চালকের আসনে ইংল্যান্ড

Total
0
Share