কানাডায় লিটনকে বড় দায়িত্ব দিল সারে জাগুয়ার্স

কানাডায় লিটনকে বড় দায়িত্ব দিল সারে জাগুয়ার্স
Vinkmag ad

আগামীকাল (২১ জুলাই) থেকে শুরু হচ্ছে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, ২০২৩ এর খেলা। টি-টোয়েন্টি লিগের এবারের আসরে নজর আছে বাংলাদেশের দর্শকদের। কারণ দেশের বড় দুই তারকা সাকিব আল হাসান ও লিটন দাস যে খেলছেন এবার।

সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। মন্ট্রিল টাইগার্সের প্রতিনিধিত্ব করবেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সারে জাগুয়ার্স লিটন দাসকে দিয়েছে বড় দায়িত্ব। দলটির সহ অধিনায়ক হয়েছেন তিনি। অধিনায়কত্ব করবেন পাকিস্তানের ইফতিখার আহমেদ।

আগামীকাল গ্লোবাল টি-টোয়েন্টি শুরু হলেও লিটন দাসের দল প্রথম ম্যাচ খেলবে ২২ জুলাই। বাংলাদেশ সময় মধ্যরাতে (১ টা ৩০) ব্রাম্পটনে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়াল টাইগার্সের মুখোমুখি হবে লিটন-ইফতিখাররা।

সারে জাগুয়ার স্কোয়াড-

অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ (অধিনায়ক), লিটন দাস (সহ অধিনায়ক), বেন কাটিং, মোহাম্মদ হারিস, নাথান কোল্টার-নিল, স্বন্দ্বীপ লামিচানে, আয়ান খান, বেরনার্ড স্কল্টজ, জতিন্দর সিং, ডিলন হেইলিঙ্গার, আমার খালিদ, পারগাত সিং, সানি মাথারু, শিল প্যাটেল, কাইরাভ শর্মা, ম্যাথু ফোর্ড, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

৯৭ প্রতিবেদক

Read Previous

পাকিস্তানের গল জয়, কাটল জয় খরা

Read Next

এশিয়া কাপে সাকিব-লিটনদের ঝক্কি, বিসিবির ‘কিছু করার নেই’

Total
0
Share