পাকিস্তানের গল জয়, কাটল জয় খরা

পাকিস্তানের গল জয়, কাটল জয় খরা
Vinkmag ad

গল টেস্টে জয় তুলে নিল পাকিস্তান। গতকাল ৩ উইকেট হারানোর পর স্বভাবতই কিছুটা চাপ ছিল পাকিস্তানের। ইমাম-উল-হকের অপরাজিত অর্ধ শতক, বাবর আজম-সউদ শাকিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে আজ দিনের প্রথম সেশনেই ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।

পঞ্চম দিনে হাতে ৭ উইকেট, তুলতে হত ৮৩ রান। তবেই জয়ের দেখা পাবে পাকিস্তান, এই ছিল সমীকরণ। সহজ আবার কিঞ্চিৎ চাপও বটে। আগেরদিন হারিয়েছে ৩ উইকেট। শেষ বেলায় নাইট ওয়াচম্যান নওমান আলিকেও হারাতে হয়েছে সেখানে। নামতে হয়েছে বাবর আজমকে।

আজ বাবর-ইমাম জুটি দলকে ভালোই টেনে নিচ্ছিলেন। তবে রমেশ মেন্ডিসের আর্মার বলে ২৪ (২৮) রান করে ফিরতে হয় বাবরকে। একপ্রান্ত আগলে ছিলেন ইমাম। নতুন ব্যাটার সউদ শাকিল। আগের ইনিংসে হাঁকিয়েছেন দ্বি-শতক।

শাকিলকে সঙ্গে নিয়ে ইমাম গড়েন ৪৩ রানের জুটি। শাকিলও নির্ভার ব্যাট চালিয়েছেন। মেন্ডিসের বলে ফেরার আগে ৬ বাউন্ডারিতে ৩৮ বলে খেলেছেন ৩০ রানের ইনিংস।

বাবর ও শাকিলের সাথে ইমামের জুটিতে মোটামুটি পাকিস্তানের জন্য সহজ লক্ষ্যমাত্রা একেবারেই সহজ হয়ে যায়। গতকাল থেকে ক্রিজে অতন্দ্র প্রহরীর মতো ছিলেন ইমাম-উল-হক। একপ্রান্ত যখন গড়ছে-ভাঙ্গছে, তিনি তখন রেখেছেন যোগ্যতার স্বাক্ষর। এর ফাঁকে ম্যাচ জেতার আগে নিজের অষ্টম ফিফটির দেখা পান ইমাম। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৪ বল খেলে ৫০ রানে।

দলের যখন জিততে ৪ রান প্রয়োজন, প্রবাথ জয়সুরিয়ার বলে ধৈর্যহারা ব্যাট চালিয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন সরফরাজ আহমেদ। এরপর আগা সালমান এসে ৬ মেরে ম্যাচ শেষ করেন।

এই ইনিংসে প্রবাথ জয়সুরিয়া ৪ উইকেট, রমেশ মেন্ডিস নেন ১ উইকেট।

শ্রীলঙ্কার গলে পাকিস্তান দলের জন্য এটি তৃতীয় জয়। নিজেদের জয়-খরাও কাটল এ জয়ের মাধ্যমে। সর্বশেষ এই গলেই পাকিস্তান টেস্ট জিতেছিল গতবছর জুলাইতে। সবমিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের এটি ৬ষ্ঠ টেস্ট জয়।

কলম্বোতে আগামী ২৪ জুলাই সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।

৯৭ ডেস্ক

Read Previous

দুই সিরিজের জন্য নিউজিল্যান্ডের ২২ সদস্যের স্কোয়াড

Read Next

কানাডায় লিটনকে বড় দায়িত্ব দিল সারে জাগুয়ার্স

Total
0
Share