

গল টেস্টে জয় তুলে নিল পাকিস্তান। গতকাল ৩ উইকেট হারানোর পর স্বভাবতই কিছুটা চাপ ছিল পাকিস্তানের। ইমাম-উল-হকের অপরাজিত অর্ধ শতক, বাবর আজম-সউদ শাকিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে আজ দিনের প্রথম সেশনেই ৪ উইকেটের জয় পেয়েছে সফরকারীরা।
পঞ্চম দিনে হাতে ৭ উইকেট, তুলতে হত ৮৩ রান। তবেই জয়ের দেখা পাবে পাকিস্তান, এই ছিল সমীকরণ। সহজ আবার কিঞ্চিৎ চাপও বটে। আগেরদিন হারিয়েছে ৩ উইকেট। শেষ বেলায় নাইট ওয়াচম্যান নওমান আলিকেও হারাতে হয়েছে সেখানে। নামতে হয়েছে বাবর আজমকে।
আজ বাবর-ইমাম জুটি দলকে ভালোই টেনে নিচ্ছিলেন। তবে রমেশ মেন্ডিসের আর্মার বলে ২৪ (২৮) রান করে ফিরতে হয় বাবরকে। একপ্রান্ত আগলে ছিলেন ইমাম। নতুন ব্যাটার সউদ শাকিল। আগের ইনিংসে হাঁকিয়েছেন দ্বি-শতক।
শাকিলকে সঙ্গে নিয়ে ইমাম গড়েন ৪৩ রানের জুটি। শাকিলও নির্ভার ব্যাট চালিয়েছেন। মেন্ডিসের বলে ফেরার আগে ৬ বাউন্ডারিতে ৩৮ বলে খেলেছেন ৩০ রানের ইনিংস।
বাবর ও শাকিলের সাথে ইমামের জুটিতে মোটামুটি পাকিস্তানের জন্য সহজ লক্ষ্যমাত্রা একেবারেই সহজ হয়ে যায়। গতকাল থেকে ক্রিজে অতন্দ্র প্রহরীর মতো ছিলেন ইমাম-উল-হক। একপ্রান্ত যখন গড়ছে-ভাঙ্গছে, তিনি তখন রেখেছেন যোগ্যতার স্বাক্ষর। এর ফাঁকে ম্যাচ জেতার আগে নিজের অষ্টম ফিফটির দেখা পান ইমাম। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮৪ বল খেলে ৫০ রানে।
দলের যখন জিততে ৪ রান প্রয়োজন, প্রবাথ জয়সুরিয়ার বলে ধৈর্যহারা ব্যাট চালিয়ে নিজের উইকেট বিলিয়ে আসেন সরফরাজ আহমেদ। এরপর আগা সালমান এসে ৬ মেরে ম্যাচ শেষ করেন।
এই ইনিংসে প্রবাথ জয়সুরিয়া ৪ উইকেট, রমেশ মেন্ডিস নেন ১ উইকেট।
শ্রীলঙ্কার গলে পাকিস্তান দলের জন্য এটি তৃতীয় জয়। নিজেদের জয়-খরাও কাটল এ জয়ের মাধ্যমে। সর্বশেষ এই গলেই পাকিস্তান টেস্ট জিতেছিল গতবছর জুলাইতে। সবমিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের এটি ৬ষ্ঠ টেস্ট জয়।
কলম্বোতে আগামী ২৪ জুলাই সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল।