এশিয়া কাপ ২০২৩ এর সূচি ঘোষণা

এশিয়া কাপ ২০২৩
Vinkmag ad

এসিসি এশিয়া কাপ ২০২৩ এর সময়সূচি প্রকাশ। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ৪ ম্যাচ হবে আসরের মূল আয়োজক পাকিস্তানে। বাকি ৯ ম্যাচ শ্রীলঙ্কায়। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ লাহোরে। ভারত-পাকিস্তান ম্যাচ শ্রীলঙ্কার ক্যান্ডিতে।

এবারের এশিয়া কাপ টুর্নামেন্টটি ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় এবং চারটি পাকিস্তানে। গ্রুপ পর্বে ভারতের দুই ম্যাচ ও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বাদে ৩ টি হবে পাকিস্তানে। পাকিস্তান গ্রুপ পর্বে নিজেদের মাঠে খেলবে কেবল নেপালের বিপক্ষে। বাংলাদেশ-আফগানিস্তান, শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে।

সুপার ফোরের প্রথম ম্যাচ; ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার আপ দল খেলবে পাকিস্তানের লাহারে। এরপর ফাইনাল সহ সুপার ফোরের মোট ৬ ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

এশিয়া কাপে নেপালের সঙ্গে গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।

গ্রুপ পর্বে প্রতিটি দল বাকি দুই দেশের সাথে একটি করে ম্যাচ খেলবে। ৬ দলের মোট ৪ টি (প্রতি গ্রুপ থেকে ২ টি) উঠবে সুপার ফোর রাউন্ডে। একটি করে দল প্রথম রাউন্ড শেষে বাদ পড়বে। সুপার ফোরে একে অপরের মুখোমুখি হবে একটি করে ম্যাচে। সেরা দুই দল পাবে ফাইনালের টিকিট।

৬ দলের এশিয়া কাপে মাঠে গড়াবে মোট ১৩ ম্যাচ। সুপার ফোর রাউন্ড ও ফাইনাল হবে শ্রীলঙ্কায়।

এশিয়া কাপের সূচি-

পাকিস্তান বনাম নেপাল, ৩০ আগস্ট, মুলতান, পাকিস্তান
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ৩১ আগস্ট, ক্যান্ডি, শ্রীলঙ্কা
পাকিস্তান বনাম ভারত, ২ সেপ্টেম্বর, ক্যান্ডি, শ্রীলঙ্কা
বাংলাদেশ বনাম আফগানিস্তান, ৩ সেপ্টেম্বর, লাহোর, পাকিস্তান
ভারত বনাম নেপাল, ৪ সেপ্টেম্বর, ক্যান্ডি, শ্রীলঙ্কা
আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা, ৫ সেপ্টেম্বর, লাহোর, পাকিস্তান

সুপার ফোর-

এ১ বনাম বি২, ৬ সেপ্টেম্বর, লাহোর, পাকিস্তান
বি১ বনাম বি২, ৯ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ১ বনাম এ২, ১০ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ২ বনাম বি১, ১২ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ১ বনাম বি১, ১৪ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা
এ২ বনাম বি২, ১৫ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা

ফাইনাল-

শীর্ষ দুই দল, ১৭ সেপ্টেম্বর, কলম্বো, শ্রীলঙ্কা।

৯৭ ডেস্ক

Read Previous

এবার ভারতের কাছে বড় হার দেখল বাংলাদেশ

Read Next

আফগানিস্তানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অ্যাওয়ে সিরিজ খেলবে বাংলাদেশ

Total
0
Share