তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং, সব বিভাগেই সাকিবের উন্নতি

সাকিবের প্রশংসায় আরও অনুপ্রাণিত হচ্ছেন তাসকিন
Vinkmag ad

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই পারফর্ম করা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান হন সিরিজ সেরা। ব্যাটিং-বোলিং দুই বিভাগে অবদান রাখা সাকিবের উন্নতি হয়েছে র‍্যাংকিংয়ে।

আইসিসির হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে সাকিব আল হাসান নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায়। আফগানদের বিপক্ষে পারফরম্যান্সে তাঁর রেটিং পয়েন্ট বেড়েছে ১৯। দুই নম্বরে থাকা হার্দিক পান্ডিয়ার (২৫০) চেয়ে তাঁর রেটিং পয়েন্ট বেশি ৩৮।

বোলারদের তালিকায় এর আগে ৫৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে থাকা সাকিবের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১৬। পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদির সঙ্গে যৌথভাবে তাঁর অবস্থান এখন ১৬ নম্বরে। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই আছেন শীর্ষে।

৪৬১ রেটিং পয়েন্ট নিয়ে এর আগে ব্যাটারদের মধ্যে তিনি ছিলেন ৬৩ নম্বরে। ৩ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৬০ নম্বরে।

ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে লিটন দাসের। বাংলাদেশিদের মধ্যে শীর্ষে থাকা লিটন দাস ৩ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিংয়ের সঙ্গে আছেন যৌথভাবে ১৮ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট এখন ৫৮৮, যা তাঁর ক্যারিয়ার সেরা রেটিংয়ের চেয়ে ২ কম।

সিরিজে পারফর্ম করতে না পারা নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ নেমে ২৯ এ আছেন। শেষ ম্যাচে ওপেন করা আফিফ হোসেন ১ ধাপ এগিয়ে আছেন ৫৭ নম্বরে।

বোলারদের তালিকায় অবনমন হয়েছে মুস্তাফিজুর রহমানের। ১ ধাপ পিছিয়ে ২২ নম্বরে আছেন তিনি। ক্যারিয়ার সেরা ৫৫৮ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে আছেন তাসকিন আহমেদ। ৫৫০ রেটিং পয়েন্ট নিয়ে ৩৩ নম্বরে আছেন নাসুম আহমেদ, তিনি এগিয়েছেন ১৭ ধাপ।

৯৭ ডেস্ক

Read Previous

খারাপ সময়ে কেন একা হতে হয় পৃথ্বীদের

Read Next

এবার ভারতের কাছে বড় হার দেখল বাংলাদেশ

Total
0
Share