ম্যানচেস্টারে ফিরলেন হ্যাজেলউড, গ্রিন

হ্যাজেলউড
Vinkmag ad

ইংলিশদের পথেই হাটল অস্ট্রেলিয়া। এই অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো একদিন আগে অস্ট্রেলিয়া তাদের একাদশ ঘোষণা করেছে। ফিরলেন জশ হ্যাজেলউড ও ক্যামেরন গ্রিন। অল-পেস অ্যাটাক নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে লড়াইয়ে নামবে কামিন্স এন্ড কোং।

অ্যাশেজ সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে অল-আউট পেস আক্রমণ নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। ম্যাচের একদিন আগে, অস্ট্রেলিয়ান অধিনায়ক নিশ্চিত করেছেন যে জশ হ্যাজলউড ফিরছেন। হেডিংলি টেস্টে হারের ফলেই একাদশে পরিবর্তনের ভাবনা অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং টিম ম্যানেজমেন্টের।

ফলে একাদশে ফেরানো হয়েছে পেস অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং জশ হ্যাজলউড্কে। তাদের জায়গা দিতে বাদ গেলেন অফস্পিনার টড মার্ফি ও পেসার স্কট বোল্যান্ড। তবে ফর্ম খারাপ থাকলেও ব্যাটিংয়ে জায়গা ধরে রেখেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শও একাদশে তার জায়গা ধরে রেখেছেন।

কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড পেস প্যাকের নেতৃত্ব দেবেন। পাশাপাশি ভূমিকা রাখবেন মার্শ এবং গ্রিন। বিশেষায়িত স্পিনার একাদশে না থাকায় স্টিভ স্মিথ, মারনাস লাবুশেইন এবং ট্র্যাভিস হেডের মতো পার্ট-টাইম স্পিনাররাই অজিদের স্পিন ভরসা।

আগামীকাল ১৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ম্যাচ জিতলেই শিরোপা ঘরে তুলবে। 

চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), জশ হ্যাজলউড।

৯৭ ডেস্ক

Read Previous

শাকিলের ডাবল শতকে শ্রীলঙ্কার সামনে বড় লিড

Read Next

রাতে এশিয়া কাপের সূচি ও ট্রফি উন্মোচন

Total
0
Share