শাকিলের ডাবল শতকে শ্রীলঙ্কার সামনে বড় লিড

শাকিল
Vinkmag ad

পাকিস্তানের প্রথম ৫ উইকেটের পতন হয় ১০১ রানে। পরের পাঁচ উইকেট পড়ে ৩৬০ রানে। সেখানে আবার এক ডাবল-সেঞ্চুরির দেখাও মেলে। সৌদ শাকিল নিজের ৬ষ্ঠ টেস্ট খেলতে নেমে এই কীর্তি গড়লেন। ৪৬১ রানে অল আউট হওয়া পাকিস্তান লিড পেয়েছে ১৪৯ রানের। শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস ৫ উইকেট তুলে নেন। তবে স্বপ্নের মতোই সময়টা গেল পাকিস্তানের জন্য, বিশেষভাবে শাকিলের জন্য।

আগের দিনের দুই ব্যাটার সৌদ শাকিল ও আগা সালমান। দ্রুত ৫ উইকেট পতনের পর এই দুইজনেই পাকিস্তানকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে দিনের প্রথম সেশনে আগা সালমান ফিরলে জুটিতে ভাঙ্গন ধরে। তার আগে অবশ্য শাকিল তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, মাত্র ১২৯ বলে। আগা সালমান ফিরেছেন ৮৩ (১১৩) রানে, মেন্ডিসের বলে। ১৭৭ রানের এই লম্বা জুটি পথ দেখিয়েছে পাকিস্তানকে।

সপ্তম উইকেট জুটিতে নোমান আলীর সাথে আবারো জুটির চেষ্টা করেন সৌদ শাকিল। ৫২ রান যোগ হয় সে জুটির কল্যাণে। রমেশের বলে নোমানের বিদায় হলে শাহীন শাহ’কে নিয়ে খুব বেশিদূর আগাতে পারেননি শাকিল। দলীয় ৩৪৬ রানে শাহীন শাহ আফ্রিদির পতন ঘটলে অনেকটাই শেষ মনে হচ্ছিল পাকিস্তানের ইনিংস।

তবে এখানে এসে এক ঘটনা ঘটান নাসিম শাহ। ৭৮ বলে মাত্র ৬ রান যোগ করেন ব্যক্তিগত খাতায়। কিন্তু তাঁর খেলা ৭৮ বলের গুরুত্ব অনেক বেশি। তা সৌদ শাকিল ও পাকিস্তান দল উপলব্ধি করতে পারবে। নবম উইকেট জুটিতে নাসিম শাহ’র সাথে শাকিলের জুটি গড়ায় ৯৪ রানে। শাকিলের রান যখন ১৯৭, তখন রমেশের বলে ফেরেন নাসিম শাহ।

শেষ ব্যাটার আবরার আহমেদও দেন ভরসা। তিনি থাকতেই শাকিল তুলে নেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। ৩৫২ বলে এই কীর্তি গড়েন তিনি। দলীয় ৪৬১ রানে আবরার ফিরলে, শেষ হয় পাকিস্তানের এই নাটকীয় ইনিংস। শেষ পর্যন্ত ৩৬১ বল খেলে ১৯ টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন সৌদ শাকিল। পাকিস্তান দল লিড পায় ১৪৯ রানের।

শ্রীলঙ্কার বোলারদের পক্ষে ১৩৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন রমেশ মেন্ডিস। প্রবাথ জয়সুরিয়া নিয়েছেন ৩ উইকেট।

শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলে দিন শেষ করেছে। নিশান মাদুশকা ৮ রানে এবং দিমুথ করুনারত্নে ৬ রানে অপরাজিত আছেন। আগামীকাল চতুর্থ দিন দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে।

৯৭ ডেস্ক

Read Previous

স্মিথের টুইট: ক্যারি এখন চুল কেটেছে, বিলও দিয়েছে

Read Next

ম্যানচেস্টারে ফিরলেন হ্যাজেলউড, গ্রিন

Total
0
Share