

অ্যাশেজ নিয়ে ঘটনার কমতি নেই। যেদিন খেলা থাকে, সেদিন মাঠের ঘটনা। আর যেদিন খেলা থাকছেনা, সেদিন মাঠের বাইরে ঘটে চলেছে নানা ঘটনা। হেডিংলি টেস্টের আগে খবর রটল, অ্যালেক্স ক্যারি নাকি চুল কেটে বিল দেননি। তা নিয়ে নানা হৈ-চৈ। ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য সাথে সাথে অস্বীকার করেছিল এমন ঘটনা। সেসময় স্টিভ স্মিথও ক্যারির পক্ষে দিয়েছিলেন শক্ত সাক্ষ্য। আজ মজা করে তা নিয়েই করলেন এক টুইট।
অ্যালেক্স ক্যারির আলোচিত ‘চুল কেটে বিল না দেওয়া’ ঘটনা নিয়ে আজ টুইট করেছেন স্টিভ স্মিথ। নিজের টুইটার একাউন্ট থেকে করা এক পোস্টে ক্যারির সাথে ছবি দিয়ে তিনি লিখেছেন,
‘আমি নিশ্চিত করতে পারি, অ্যালেক্স ক্যারি এখন চুল কেটেছে এবং সে এর জন্য বিলও প্রদান করেছে।’
তৃতীয় টেস্টের সময়কার ঘটনা। ইংলিশ গণমাধ্যমে খবর বেরুলো অ্যালেক্স ক্যারি নাকি লিডসের এক সেলুন থেকে চুল কেটেছেন, কিন্তু বিল প্রদান করেননি। সেই খবর নানা উৎসের উপর ভিত্তি করে ‘ডেইলি সান’ প্রকাশ করল। সেই প্রতিবেদনে নরসুন্দরের নাম, তাঁর সাক্ষ্য, বিলের পরিমাণ সবকিছু উল্লেখ করেছিল পত্রিকাটি। এছাড়াও স্যার অ্যালিস্টার কুকের কাছেও নরসুন্দর ক্যারিকে বিল দিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। এমন খবর চারপাশে ছড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়াড়দের।
বোর্ড এমন খবর ভিত্তিহীন বলে সেসময় বিবৃতি দেয়। বিবৃতি দিয়েছিলেন দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথও। তিনি ‘থ্রেডস’- এ দেওয়া এক পোস্টে লিখেছিলেন,
‘আমি নিশ্চিত করতে পারি, আমরা যখন লন্ডনে ছিলাম, তারপর থেকে অ্যালেক্স ক্যারি আর চুল কাটেনি। সঠিক তথ্য নাও দ্য সান’- স্মিথের এই নিশ্চিত সাক্ষ্য তখন ক্যারির পক্ষে ছিল।
পরবর্তীতে জানা যায়, এই ঘটনা ভিত্তিহীন। ধারণা করা হয়, ইংলিশ ফ্যানরা বেয়ারস্টোর আউট নিয়ে ক্যারির উপর যে রাগ- সে থেকেই তারা এই ঘটনার সূত্রপাত করেছে। অ্যালিস্টার কুক নিজে দুঃখপ্রকাশ করেছেন অ্যালেক্স ক্যারির কাছে। গণমাধ্যমগুলো ঘটনাটি যে মিথ্যা ছিল, তা প্রকাশ করতে থাকে।
আগামীকাল অ্যাশেজের চতুর্থ ম্যাচ শুরু হওয়ার আগে আজ তাই স্টিভ স্মিথের টুইট। সেই ক্যারির ঘটনা নিয়েই। টুইট থেকে জানা যায়, আজ ক্যারি চুল কেটেছেন এবং বিলও দিয়েছেন। যা স্মিথ ‘নিশ্চিত’ করছেন। এবং অবশ্যই মজা করেই।