দুই বছরে দুইবার পাকিস্তানে যাবে বাংলাদেশ

দুই বছরে দুইবার পাকিস্তানে যাবে বাংলাদেশ
Vinkmag ad

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ফিউচার ট্যুর প্ল্যান ঘোষণা করেছে। যেখানে আছে ২০২৩ (জুলাই) থেকে ২০২৫ সাল (মে) পর্যন্ত তাদের ম্যাচ সূচি। ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশের সফর রয়েছে পাকিস্তানে। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের সাথে আগামী বছর জানুয়ারিতে থাকা টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে। সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আগামী বছর জুনে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মোতাবেক নিজেদের এফটিপি সাজাচ্ছে দলগুলো। খেয়াল করলে দেখা যাচ্ছে, এ বছরের বিশ্বকাপ শেষ হওয়ার পর পর দলগুলো টি-টোয়েন্টি ম্যাচ বেশি খেলবার ব্যাপারে আগ্রহী। নিউজিল্যান্ডের পর, পাকিস্তানও তাদের এফটিপি ঘোষণা করেছে।

বাংলাদেশের সাথে পাকিস্তানের সিরিজ থাকছে ২০২৪ ও ২০২৫ সালে। আগামী বছর আগস্টে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। উদ্দেশ্য, দু’টি টেস্ট ম্যাচ। ২০২৫ সালে বাংলাদেশ দল আবারো পাকিস্তান সফরে যাবে। সেখানে দুই দল মুখোমুখি হবে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টিতে।

এর আগে ২০২০ সালে বাংলাদেশ দল পাকিস্তান সফর করেছিল। সেই সফর-সূচিতে ছিল ২ টেস্ট, ১ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি। যদিও পাকিস্তান সফর নিয়ে কিছুটা দ্বিধা ছিল। পরবর্তীতে দুই দেশের দীর্ঘ আলোচনায় সেই সফর সফল হয়। বাংলাদেশ দলের মুশফিকুর রহিম সেই সফরে যেতে আপত্তি প্রকাশ করেন। তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবার এই সফর নিয়ে চিন্তিত। তিনি পরে আর অংশ নেন নি।

পরবর্তীতে তিন টি-টোয়েন্টি ম্যাচে দুইটিতেই হারে বাংলাদেশ, তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দুই টেস্টে, প্রথম টেস্ট বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হারে। দ্বিতীয় টেস্ট ও একমাত্র ওয়ানডে ম্যাচ কোভিডের কারনে স্থগিত করা হয়।

পাকিস্তান বোর্ড তাদের আসন্ন এফটিপিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ মিলিয়ে ১৯ টি বিশ ওভারের ম্যাচ খেলবে বলে জানা যায়। এছাড়াও শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দল সিরিজ খেলবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত।

৯৭ ডেস্ক

Read Previous

আফগানিস্তানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Read Next

স্মিথের টুইট: ক্যারি এখন চুল কেটেছে, বিলও দিয়েছে

Total
0
Share