

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি মাতাতে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় দেশ ছাড়বেন লিটন দাস। টুর্নামেন্টের তৃতীয় মৌসুমে নতুন দল সারে জাগুয়ার্সে লিটনের ঠিকানা।
লিটন ছাড়াও এই টুর্নামেন্ট খেলবেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। মন্ট্রিয়ল টাইর্গাস সাকিবকে দলে নেয় আইকন ক্রিকেটার হিসেবে।
সাকিবের দল মন্ট্রিয়ল টাইগার্সের প্রথম ম্যাচ লিটনদের সারে জাগুয়ার্সের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর পরদিন ২১ জুলাই দুই বাংলাদেশি তারকাকে দেখা যাবে এক ম্যাচে।
আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টির তৃতীয় মৌসুম। ফাইনাল হবে ৬ আগস্ট। কানাডার ব্রাম্পটন স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে পুরো টুর্নামেন্ট। মোট ৮ টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করবে, ১৮ দিনের এই আসরে ম্যাচ হবে ২৫ টি।
সারে জাগুয়ার্স স্কোয়াড-
অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহেরেন্ডরফ, লিটন কুমার দাস, করিম জানাত, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, আয়ান খান, যতিন্দর সিং, বার্নার্ড স্কোল্টজ, পরগট সিং, ডিলন হেইলিগার, আম্মার খালিদ, সানি মাথারু, শীল প্যাটেল এবং কৈরভ শর্মা।