

ত্রিনিদাদে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ তাদের ১৩ সদস্যের দলে একজন আনক্যাপড স্পিনারকে অন্তর্ভুক্ত করেছে। জায়গা হারালেন রেমন রেইফার। সিনক্লেয়ার উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের আরেকটি বোলিং বিকল্প।
গায়ানায় জন্মগ্রহণকারী কেভিন সিনক্লেয়ার উইকেট উদযাপনের সময় তার ট্রেডমার্ক ফ্লিপের জন্য বিখ্যাত। ত্রিনিদাদে টেস্ট অভিষেকের জন্য এই ডান-হাতিকে বেছে নেওয়া হলে রাহকিম কর্নওয়ালের সঙ্গী হবেন স্পিন আক্রমণে। ২৩ বছর বয়সী সিনক্লেয়ার ইতিমধ্যেই সাতটি ওয়ানডে এবং ছয় টি-টোয়েন্টিতে উইন্ডিজের জার্সি গায়ে খেলেছেন।
নতুন আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম উপস্থিতিতে ক্যারিবিয়ান দল ভারতের কাছে ইনিংস এবং ১৪১ রানের পরাজয়ের মুখে পড়ে। কুইন্স পার্কে দ্বিতীয় টেস্টে তারা জয়ের পথে ফিরে আসতে মরিয়া। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই ম্যাচ।
যদিও ওয়েস্ট ইন্ডিজ ডোমিনিকাতে ভারতের কাছে হেরে যাওয়া দলটির বেশিরভাগের উপর বিশ্বাস রেখেছে। অলরাউন্ডার রেমন রেইফারের জায়গায় ১৩ সদস্যের দলে অফ-স্পিনার কেভিন সিনক্লেয়ারকে অন্তর্ভুক্ত করেছে।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে উইকেটহীন থাকেন। তবে বাদ পড়লেও তিনি দলের সাথে ত্রিনিদাদে যাবেন।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), অ্যালিক আথানাজে, ত্যাগনারায়ণ চন্দরপল, রাহকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।
ট্রাভেলিং রিজার্ভ: টেভিন ইমলাচ, আকিম জর্ডান।