ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন অ্যান্ডারসন

অ্যান্ডারসনের লড়াইটা নিজের সাথেই
Vinkmag ad

ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টের জন্য সেরা একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট। তৃতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়া জেমস অ্যান্ডারসন ফিরলেন ম্যানচেস্টারে। জায়গা হারালেন অলি রবিনসন। তিনে খেলবেন মইন আলি।

আগামীকাল ১৯ জুলাই ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হবে চতুর্থ টেস্ট। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াকে হারানোর বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

হেডিংলিতে তৃতীয় টেস্টের একাদশে ছিলেন না অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন। এবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে ফের ফেরানো হল। যেখানে অ্যান্ডারসনের একটি চমৎকার রেকর্ড রয়েছে – তিনি ওল্ড ট্র‍্যাফোর্ড ভেন্যুতে ১০ টেস্টে ৩৭ উইকেট নিয়েছেন।

ইংল্যান্ডের একাদশ নিশ্চিত করেছে মইন আলি ৩ নম্বরে ব্যাট করবেন। হ্যারি ব্রুক খেলবেন পাঁচ নম্বর পজিশনে।

ইংল্যান্ড একাদশ:

বেন ডাকেট, জ্যাক ক্রলি, মইন আলি, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), ক্রিস ওকস, মার্ক উড, স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন।

৯৭ ডেস্ক

Read Previous

জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

Read Next

অদ্ভুত সেলিব্রেশনের সিনক্লেয়ার ভারতের বিপক্ষে টেস্ট দলে

Total
0
Share