জোড়া ফিফটিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

20230718 123314
Vinkmag ad

কলম্বোতে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের ডু-অর-ডাই ম্যাচ। জিতলেই পেয়ে যাবে সেমির টিকিট, হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। এমন সমীকরণের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শুরুর বিপর্যয় কাটিয়ে জাকির, জয়ের ব্যাটে জোড়া ফিফটি। জাকির ফিরে গেলে জয়ের সঙ্গী সৌম্য।

২৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৩ রান। জয় ৫৪ ও সৌম্য ১১ রানে ব্যাট করছেন।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ইমার্জিং অধিনায়ক সাইফ হাসান। শুরুর ওভারেই ব্যাটে ঝড় তুলেন ওপেনার নাইম শেখ। ৩ বাউন্ডারিতে ৬ বলে করেন ১২ রান। কিন্তু দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে ব্যর্থ নাইম। ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন ক্যাচ তুলে। আগের দুই ম্যাচে দাপট দেখানো তানজিদ হাসান তামিমের ব্যাটেও আজ নেই রান। ৯ বলে করেন ৯।

অধিনায়ক সাইফ হাসান পাননি ৪ রানের বেশি। দলীয় ৩৪ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলা বাংলাদেশকে এরপর পথ দেখায় জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটার আফগান বোলারদের পাত্তা না দিয়ে খেলতে থাকেন দারুণ সব স্ট্রোক্স।

ইনিংসের ২৩ তম ওভারের শেষ বলে ইজহারুলহক নাভেদকে ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ পূর্ণ করেন জাকির। ৫৮ বলে ৬ চার ও ১ ছয়ে জাকিরের ব্যাটে দেখা মিলে গুরুত্বপূর্ণ ফিফটি। পরের ওভারে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের অর্ধশতক। এই দুই ব্যাটারের জোড়া ফিফটিতে শুরুর বিপর্যয় সামলে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।

কিন্তু ফিফটির পর আরও মারমুখী হয়ে ব্যক্তিগত ৬২ রানে ক্যাচ তুলেন জাকির হাসান। সৌম্য সরকার এসেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন। অপরপ্রান্তে জয়ও আছে ছন্দে।

৯৭ ডেস্ক

Read Previous

ডিসেম্বরে বাংলাদেশের ৬ ম্যাচের অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ডে

Read Next

জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশের রানের পাহাড়

Total
0
Share