ইংলিশ সমর্থকদের আচরণে হতাশ উসমান খাজা

উসমান খাজা
Vinkmag ad

উসমান খাজা বেশ বিরক্ত। অ্যাশেজ চলাকালীন সময়ে ইংল্যান্ড ফ্যানদের আচরণ, তাঁকে এই বিরক্তি দিয়েছে। অ্যাশেজ মানে তো এসব চলবেই। এ কথা খেলোয়াড়রা জানেন। কিন্তু লর্ডস টেস্টে অ্যালেক্স ক্যারি জনি বেয়ারস্টোকে সেই আউট করবার পর, ইংলিশ ফ্যানরা থামছেননা। একের পর এক বিষোদগার করে যাচ্ছেন।

লর্ডস টেস্টের সেই ঘটনার পর লংরুমেও এক দফা হয়ে গেল। অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা যখন ড্রেসিংরুমে ফিরছেন, সেসময় এমসিসি সদস্যগণ নিজেদের ধরে রাখতে পারেননি। মুখ নিঃসৃত বানী কিছু ছেড়েছেন। সে ঘটনার পর ৩ সদস্যকে পদ বাতিল করাও হয়েছে। বিশেষ করে প্রথম টেস্টে ফ্যানদের আচরণ নিয়ে উসমান খাজা বলেছেন। যা ক্যারি-বেয়ারস্টো ঘটনার আগের কথা। যে টেস্ট অনুষ্ঠিত হয়েছিল এজবাস্টনে। খাজা বলেন,

‘তারা (ইংলিশ দর্শক) খুবই রুক্ষ। কিন্তু আপনি যদি এটা নিয়ে তাদের সাথে কথা বলতে যান, তারা বলবে আমরাও একইরকম রুক্ষ, যখন তারা অস্ট্রেলিয়াতে আসে। আমি এসব একেবারেই সমর্থন করি না। আমি মনে করিনা, এটা কোনো সঠিক কাজ, করার জন্য। ব্যক্তিগতভাবে, আমি যদি ক্রিকেট খেলতে আসি বা দেখতে আসি, আমি তো আমার বাচ্চাদের এসবের মধ্যে আনব না। আমি যদি এগুলো করতে দেখি, ১০০ ভাগ নিশ্চিত- আমি অভিযোগ করে চলে যাব।’

খাজা আরো বলেন, এজবাস্টনের কর্মকর্তারাও তাঁদের সাথে বাজে আচরণ করেছে। ট্রাভিস হেডকে তো তারা বিশেষ গালি পর্যন্ত দিয়ে বসেছে। খাজা নিজে বিশ্বাস করতে পারেননি, কেউ জনসম্মুখে এসব কথা বলতে পারে। খেলোয়াড়রা সকলেই এ নিয়ে হতাশ ছিলেন।

‘আমি এসবের বড় ভক্ত নই। আমি অনেকরকম খেলা দেখি, পছন্দ করি- যেখানে এসব হয়। আপনি এনবিএ দেখেন, সেখানে হচ্ছে। বিশেষ করে, যখন দর্শকেরা আপনার বেশি কাছে আসতে পারছে, যেটা ক্রিকেটে ঘটছে। যা ঘটছে, এটা তাই। আমি এর সাথে একমত পোষণ করি না। আমি সারাজীবন ধরে খেলছি, আমাকে এটা বিরক্ত করেনি। এবং যখন এটা করছে (বিরক্ত), আমি অবশ্যই তাদের জানাব।’

আগামীকাল ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত হচ্ছে অ্যাশেজের চতুর্থ টেস্ট। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ২-১ এ সিরিজে এগিয়ে আছে। ইংল্যান্ডের সিরিজ সমতা নাকি অস্ট্রেলিয়ার সিরিজ জয়, তাই এখন দেখার বিষয়। আরো দেখার বিষয় ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের আচরণ এবার কেমন থাকে।

৯৭ ডেস্ক

Read Previous

১২ দিনের ছুটিতে ক্রিকেটাররা; তামিম ফিরবেন কবে?

Read Next

ডিসেম্বরে বাংলাদেশের ৬ ম্যাচের অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ডে

Total
0
Share