

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ শেষ। টানা ব্যস্ততার পর অবশেষে ছুটি কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। এই ছুটি চলবে ২৮ জুলাই পর্যন্ত। এরপর ফের শুরু হবে ব্যস্ততা, এশিয়া কাপ সামনে রেখে ২৯ জুলাই থেকে অনুশীলন ক্যাম্পে ফিরবে মুশফিক, লিটনরা।
গতকাল মিরপুর হোম অব ক্রিকেটে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ক্যাম্পের প্রসঙ্গে বলেন, ‘২৯ জুলাই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।’
অবসর কান্ডের পর প্রধানমন্ত্রীর কাছ থেকে দেড় মাসের ছুটি পাওয়া তামিম ইকবালকে আসন্ন অনুশীলন ক্যাম্পে পাওয়া যাবে কি না, তা এখনই বলতে পারছেন না নান্নু,
‘এটাতো মেডিকেল টিম আমাদের আপডেটটা দিবে। এই মুহূর্তে আমাদের জন্য বলা কঠিন। মেডিকেল টিম যখন আমাদের আপডেট দিবে তখনই আমরা বলতে পারবো।’
বিশ্বকাপের আগে এশিয়া কাপের মেগা ইভেন্ট, তার আগে খেলোয়াড়দের সেরা প্রস্তুতি দেখতে চান প্রধান নির্বাচক। তিনি সেরা দল ঘোষণার অপেক্ষায়,
‘ব্যাক টু ব্যাক অনেক খেলা হচ্ছে। খেলোয়াড়দের ফিটনেস অনেক গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাও মাথায় কাজ করে। কারণ খেলোয়াড়দের লম্বা সময়ের সেবা পেতে তাদের বিশ্রামের একটা ব্যাপার আছে। এসব আমলে নিয়েই দল প্রস্তুত করা হয়। আমি আশা করছি আগামী কন্ডিশনিং ক্যাম্পটা সাহায্য করবে ফিটনেসের ব্যাপারে। এশিয়া কাপ খুব গুরুত্বপূর্ণ, এশিয়া কাপের আগেই সবাইকে পুরোপুরি সুস্থ পাবো আশা করছি। সেরা দলটাই দিতে পারবো ইনশাল্লাহ।’
২৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হবে কন্ডিশনিং ক্যাম্পের জন্যে। যেখানে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদেরও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবেচনায় থাকবে ইমার্জিং এশিয়া কাপে খেলা ক্রিকেটারদের নামও। আগামী সপ্তাহের মধ্যেই স্কোয়াড জানাবে বিসিবির নির্বাচক প্যানেল।