দলকে সিরিজ জিতিয়ে সাকিব মুহূর্তেই করলেন যত কাজ

afg ban 4
Vinkmag ad

১৬ তম ওভারের শেষ বল; স্ট্রাইকে থাকা সাকিব আল হাসান এক রান নিয়ে শেষ ওভারেও ব্যাটিংয়ে থাকবেন ভাবলেও হঠাৎই ভোঁ দৌড়ে নিয়ে নেন দুই রান। এই ভোঁ-দৌড় তত্ত্ব যেন সাকিবের জীবন জুড়েই, তার সঙ্গী। গতরাতে দলকে ৬ উইকেটে জিতিয়ে গিয়ে সাকিব দাঁড়িয়ে গেলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে। এরপর একে-একে নিলেন ম্যাচ সেরা, সিরিজ সেরার পুরস্কার। ব্যক্তিগত অর্জনের পর সিরিজ জয়ের ট্রফি নিয়ে করলেন উদযাপন, ফটোসেশন। ক্ষণিকের মধ্যেই সাকিব মাঠের পুরোটা হেটে আসলেন প্রেস কনফারেন্স রুমে। এখানে এসেও হাসিমুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন মিনিট পাঁচেক।

একজন সাকিব কয়েক মিনিটের ব্যবধানে করলেন কত কি! সাকিব তো এখানেই অনন্য, একজন আদর্শ নেতা। সাকিবের নেতৃত্বে বাংলাদেশ ২০ ওভারের ক্রিকেটেও করছে জয়োৎসব। রঙিন পোশাকে এবার আফগান বধ। যা প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হয়নি, এবার তা-ই সাকিবের দল টি-টোয়েন্টিতে করে দেখালো। এক সাকিবের আলোতে যেন জ্বলজ্বল করছে পুরো দল। সাকিব হারতে জানেন না, কিন্তু হারতে বসা ম্যাচ জিতিয়ে আসেন। দলের সবাইকে আগলে রাখতে জানেন।

সাকিবের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দল রীতিমতো বাজিমাত করছে সিরিজের পর সিরিজে। এই বছরে গেল ৮ টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশ হেরেছে কেবল একটিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ১৬ জয় এখন সাকিব আল হাসানের রেকর্ড বুকে। তবে সব ছাপিয়ে সাকিবের কাছে এগিয়ে আফগানদের হারানোর তৃপ্তি।

সংবাদ সম্মেল্লনে এসে শুরুটায় করেন এভাবে, ‘অবশ্যই অনেক স্বস্তির। যে জিনিসগুলো আমরা চেষ্টা করছি সেগুলো যদি কাজে আসে, পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করলে এবং ভালো ফলাফল এলে তখন এরচেয়ে ভালো আর কী হতে পারে।’

দুই দলের মুখোমুখি লড়াইয়ে এতোদিন আধিপত্য ছিল আফগানিস্তানের। সিলেটে সিরিজের আগ পর্যন্ত মোট ৯ বারের দেখায় আফগানিস্তানের ৬ জয়, বিপরীতে বাংলাদেশের ঝুলিতে জয় ছিল কেবল ৩টি। দুই ম্যাচের সিরিজ থাকায় আর পরিসংখ্যান সমান করতে পারেনি সাকিবের দল।

তবুও ভালো লাগছে অধিনায়কের। কণ্ঠে ঝরল সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসী সুর,

‘অবশ্যই ভালো লাগছে। ওদের সাথে টি-টোয়েন্টিতে আমাদের তেমন ভালো ফলাফল ছিল না। যেহেতু এরকম কন্ডিশনে এরকম একটা সিরিজ জিততে পারলাম, এটা আমাদের সামনের দিকে আরও আত্মবিশ্বাস দিবে।’

ঘরের মাঠে টি-টোয়েন্টিতে একের পর এক রাজসিক পারফরম্যান্স বাংলাদেশের। নতুন সুরে গান গাওয়া এই ‘বাংলা-টোয়েন্টি’ ব্যান্ডের লিড ভোকালিস্ট যে সাকিব। তার টিম জিতেছে টানা চার সিরিজ। তবে এ বছরের বাকি সময় এশিয়া কাপ, বিশ্বকাপের ব্যস্ততায় আর টি-টোয়েন্টি সিরিজ না থাকায় সাকিব নতুন প্রতিভা বের করতে চোখ রাখছেন আগামী বিপিএলে,

‘টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত আমাদের মোমেন্টাম ভালো আছে। সামনে অনেক বড় একটা গ্যাপ যাবে। ফেব্রুয়ারির দিকে বোধহয় পরবর্তী সিরিজ, বিপিএলের পরপর। একটা ভালো হয়- বিপিএলের পর পর দেশীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ভালো থাকে। আমি আশাবাদী, বিপিএলে যারা ভালো পারফর্ম করবে ওদের নিয়ে যখন সামনে আগাবো, ভালো ফলাফলই করতে থাকব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

অভিষেকে অনুপস্থিত স্বর্ণা, নাম উঠল রেকর্ডবুকে

Read Next

হৃদয়কে গা’লি দিয়ে শাস্তি পেলেন আজমতউল্লাহ ওমরজাই

Total
0
Share