

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ দল আছে ফুরফুরে মেজাজে। আজ যে যার মতো সময় কাটিয়েছে সিলেটে। কেউ ঘুরতে বেরিয়েছেন, কেউ ব্যক্তিগত কাজ সারতে শহরে গিয়েছেন। সন্ধ্যার আগে প্রায় সবাই ফিরলেন টিম হোটেলে। হোটেল রুম থেকেই ভিডিও বার্তায় শরিফুল শোনালেন আগের ম্যাচের রোমাঞ্চকর গল্প।
অধিনায়ক সাকিব আল হাসান বিকাল প্রায় ৩টায় টিম হোটেল থেকে বেরিয়ে যান কালো ক্যাপ মাথায়, সাদা টি-শার্ট গায়ে। সন্ধ্যার পর ফিরে আসেন হোটেলে। সাকিবকে ৭ টা ১৫ মিনিটে যখন হোটেলের লবিতে দেখা যায় মুখে নেই দাড়ি-গোঁফ, ফিরলেন ক্লিন সেভ করে।
এর আগে টিম হোটেলে একসাথে ঢুকেন পেসার হাসান মাহমুদ ও লেগি রিশাদ হোসেন। এদিকে প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক শরিফুল ইসলাম সস্ত্রীক গিয়েছিলেন রাতারগুল সোয়াম্প ফরেস্টে ঘুরতে। শরিফুলের সাথে আরও কয়েকজন যান নৌকা নিয়ে রাতারগুলের সৌন্দর্য উপভোগ করতে।
সাকিব আল হাসান ফেরার মিনিট দশেকের মধ্যেই লিটন দাস টিম হোটেল ছাড়েন সিলেট মেট্রো লেখা ইয়ামাহা বাইক নিয়ে। লিটন যখন হোটেল ছাড়েন তখন ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে।
সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে আজ শনিবার অনুশীলন ছিল না বাংলাদেশ দলের। তবে আফগানিস্তান দল মাঠে গিয়ে ঘাম ঝরালেন।
কোনো মিডিয়া অ্যাক্টিভিটি না থাকায় শরিফুল ইসলাম আগের ম্যাচের রোমাঞ্চকর গল্প শোনালেন বিসিবির এক ভিডিওতে।