

চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দলে থেকেও শেষ মুহুর্তে ছিটকে গেছেন মোসাদ্দেক হোসেন। বাঁ চোখের কর্ণিয়াতে দেখা দিয়েছে ইনফেকশন। আপাতত দেশেই চিকিৎসা নিলেও অবস্থার কোন উন্নতি না হলে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিতে হতে পারে মোসাদ্দেককে।
মোসাদ্দেকের চিকিৎসক অবশ্য অপেক্ষা করতে বলেছেন আরও সপ্তাহ দুয়েক। আর তাতেও যদি কিছু না হয় তবে থাইল্যান্ডেই পাঠানো হবে মোসাদ্দেককে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
ক্রিকেটারদের চিকিৎসার কাজে নিয়োজিত বিভাগটি মোসাদ্দেক প্রসঙ্গে বলেছে, ‘মোসাদ্দেকের বাঁ চোখের কর্ণিয়াতে একটি ভাইরাল ইনফেকশন ধরা পড়েছে। আরও কয়েকটা দিন দেখতে বলেছেন চিকিৎসক। যদি খুব বেশি উন্নতি না হয় তবে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হবে, সেক্ষেত্রে থাইল্যান্ডই আমাদের প্রথম পছন্দ।’
এ ধরনের সমস্যা সারতে সময় লাগে অনেক। বিসিবি মেডিকেল বিভাগ আরও জানায়, ‘চিকিৎসকরা বলছে যে দেশেই নেয়া হোক, সেরে উঠতে সময়টা লাগবেই। তিন সপ্তাহের বেশি হয়ে গেছে, অপেক্ষা করবো আরও কয়েকটা দিন। তবে আশার কথা হচ্ছে সে সেরে উঠছে। এ ধরনের সমস্যা ঠিক হতে ছয় মাসও লেগে যায় কোন কোন ক্ষেত্রে।’
আর স্বয়ং মোসাদ্দেক জানিয়েছেন, ‘তাদের কথামত বিশ্রামে রেখেছি নিজেকে। যা বলছে তাই-ই করছি। পরের করণীয় সব তারাই বলে দেবেন।’
সেরে উঠতে আসলেই যদি সময় বেশি লাগে তবে আসছে দক্ষিণ আফ্রিকা সফরেও থাকতে পারছেন না মোসাদ্দেক এমনটা অনুমেয়ই। প্রথমে থাকতে পারেননি চট্টগ্রামে সাতদিনের ক্যাম্পে। এরপর মমিনুল হকের কাছে জায়গা হারিয়েছেন টেস্ট স্কোয়াডে। সব মিলিয়ে মোটামুটি কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়েই যাচ্ছেন এই তরুণ স্পিন অলরাউন্ডার।