

টেস্ট ও ওয়ানডের হিসাব চুকিয়ে, চার-ছক্কার ক্রিকেটের জন্য প্রস্তুত সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। বাংলাদেশ-আফগানিস্তান; দুই দলের জন্যেই সিলেটে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ বৃষ্টি। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান। একাদশে তিন পেসারের সাথে তিন স্পিনার।
টস হেরে আগে ব্যাট করার আমন্ত্রণ পাওয়া আফগান অধিনায়ক রাশিদ খান জানালেন ১৫০ এর বেশি করতে চায় তার দল। আফগানিস্তান একাদশে নেই মোহাম্মদ শেহজাদ। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলা দল থেকে পরিবর্তন কেবল দুটি। রিশাদ হোসেন ও হাসান মাহমুদ জায়গা হারালেন, ফিরলেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান।
সিলেটের মাঠে খেলা; কন্ডিশন ও উইকেট নিয়ে চিন্তাটা সবার আগে আসে। কারণ সিলেটের আবহাওয়া ক্ষণেক্ষণে রূপ বদলায়। বড় হুমকি হতে পারে বৃষ্টিও। তবে সব ছাপিয়ে সিলেটি দর্শকেরা চায় বাংলাদেশের হাস্যোজ্জ্বল জয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়।
সিলেটের এই নয়নাভিরাম মাঠে ২০ ওভারের ক্রিকেটে টাইগারদের নেই কোনো সুখস্মৃতি। এখানে এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এই পরিসংখ্যানটা আজকের ম্যাচেই পালটে দিতে তীব্রভাবে চাইবে সাকিব, লিটনরা।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, ফরিদ মালিক, করিম জানাত, রাশিদ খান (অধিনায়ক),আজমতউল্লাহ ওমরজাই, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।