

রোহিত শর্মা ও অভিষিক্ত ইয়াশভি জাইসাওয়ালের সেঞ্চুরিতে ভারত এগিয়ে যাচ্ছে বিশাল সংগ্রহের দিকে। উইন্ডসোর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন সমাপ্ত হয়েছে। ২ উইকেট হারিয়ে ৩১২ রানে ব্যাট করছে ভারত। যেখানে লিড হয়েছে ১৬২ রান। জাইসাওয়াল ১৪৩ ও ভিরাট কোহলি ৩৬ রান করে ক্রিজে রয়েছেন।
বিনা উইকেটে ৮০ রানে দিন শুরু করেছিল ভারতীয় দুই ওপেনার। ওপেনিংয়ে নতুন যুক্ত হওয়া ইয়াশভি জাইসাওয়াল খেলছিলেন খুব সাবলীলভাবে। মনেই হয়নি এটি তাঁর অভিষেক ম্যাচ। অন্য প্রান্তে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে ২২৯ রানের জুটি গড়েন জাইসাওয়াল। টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো প্রথম ইনিংসে ভারতীয় দল কোন উইকেট না হারিয়ে লিড নেওয়ার গৌরব অর্জন করে।
দ্বিতীয় দিনে ৯০ ওভার খেলে ২৩২ রান সংগ্রহ করে ভারতীয় ব্যাটাররা। মূলত দুই ওপেনার মিলে। রান উঠানো যদিও খুব একটা সহজ হচ্ছে না। উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ৯ জন বোলার ব্যবহার করেছেন ভারতীয় ব্যাটারদের পরাস্ত করতে। রাহকিম কর্নওয়াল ছিলেন সবচেয়ে ভয়ংকর। যদিও কর্নওয়াল কিছুটা অসুস্থ বোধ করায় প্রথম সেশনেই মাঠের বাইরে যান, আর ফেরেননি।
রোহিতের আগে ইয়াশভি জাইসাওয়াল শতক তুলে নেন। টেস্ট অভিষিক্ত তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরি করে, শিখর ধাওয়ান ও পৃথ্বী শ’য়ের পাশে নাম লেখান তিনি। অন্যদিকে তাঁর মতো ১৬ জন ভারতীয় ক্রিকেটার অভিষিক্ত টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনি ১৭ নম্বর খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন।
এর কিছুক্ষণ বাদেই রোহিতও নিজের দশম টেস্ট সেঞ্চুরির দেখা পান। ভারতের বাইরে তাঁর এটি দ্বিতীয় শতক। সেঞ্চুরির পরের বলেই আলিক আথানেজের ডেলিভারিতে উইকেটরক্ষক জশুয়া সিলভার হাতে ক্যাচ চলে যায়। ১০৩ (২২১) রানে ফিরে যান রোহিত শর্মা।
এই টেস্ট শুরুর আগে শুবমান গিল ৩ নম্বরে ব্যাট করার ব্যাপারে আগ্রহ দেখান কোচ রাহুল দ্রাবিড়ের কাছে। বেশ উইন-উইন পরিস্থিতি তৈরি হয়, যেহেতু জয়সোয়ালের সংযুক্তি ঘটেছে দলে। তবে গিল তিনে নেমে সুবিধা করতে পারেননি। জোমেল ওয়ারিকানের বলে এজ হয়ে সেকেন্ড স্লিপে আথানেজের হাতে ধরা পড়েন। ফলে ফিরে যেতে হয় ৬ রানে।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা বেশ ভালো টার্ন এবং বাউন্স আদায় করতে সক্ষম হচ্ছিল। যার ফলে নতুন বল নিতেও সময় নিচ্ছিল দলটি। আরেকটি উইকেট নেওয়ার তীব্র আশা থেকে ভিরাট কোহলির পিছনে দুইটি রিভিউ ব্যয় করে তাঁরা। তবে তা সফল হয় না।
কেমার রোচের ডেলিভারিতে জাইসাওয়ালের প্যাডে আসা বলে আবেদন করলে আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো সাড়া দেন নি। কোনো রিভিউও বাকি ছিল না উইন্ডিজের জন্য। পরবর্তীতে দেখা যায় বলটি লেগ স্টাম্পে হিট করত।
৮০ বল খেলে কোহলি তাঁর প্রথম বাউন্ডারি তুলে নেন। মনে হচ্ছিল, তা তিনি উদযাপন করলেন। তৃতীয় উইকেটে জাইসাওয়াল ও কোহলি মিলে তুলেছেন ৭২ টি রান।
দিনশেষে ১৬২ রানের লিড নিয়ে এগিয়ে আছে ভারত। স্কোরবোর্ড বলছে, ৩১২/২ (জাইসাওয়াল ১৪৩*, ভিরাট কোহলি ৩৬*)।