আইসিসির ‘ম্যাসিভ’ সিদ্ধান্ত; পুরুষ-নারী দল পাবে সমান প্রাইজমানি

এবার আর স্বপ্নভঙ্গ নয়, ভারতকে হারাল বাংলাদেশ
Vinkmag ad

শব্দটা ‘ম্যাসিভ’ বলা যেতে পারে। ক্রিকেট ওয়ার্ল্ডকাপে সমমানের অর্থ পুরস্কার পাবে নারী ও পুরুষ উভয় দল। এছাড়াও টেস্টে স্লো ওভার রেটের কারণে ম্যাচ ফি পুরোটা কেটে নেওয়ার বিধান থাকছে না। সর্বোচ্চ হতে পারে ৫০ শতাংশ, এর বেশি নয়। দক্ষিণ আফ্রিকার ডারবানে আইসিসির বার্ষিক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানা যায়।

আর্থিক দিক থেকে পুরুষ ও নারী দলের বৈষম্যের কথা প্রায়ই শোনা যেত। শোনা যায় নয়। অনেক কিছুর বিবেচনার মাধ্যমে এই বৈষম্য তৈরি হতো। তবে আইসিসি এবার বেশ বড় এক সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিশ্বকাপ ক্রিকেটে পুরুষ দল যত প্রাইজমানি পাবে, নারী দলও একইরকম পাবে। এর প্রক্রিয়া বেশ আগেই শুরু হয়েছিল। এখন সেটা কার্যকর হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও এই সিদ্ধান্তের আওতায় থাকবে। এতে ক্রিকেট উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন,

‘এইটা দারুণ গুরুত্বপূর্ণ এক মুহুর্ত আমাদের এই খেলার ইতিহাসে। এবং আমি বেশ খুশি এজন্য যে, পুরুষ ও নারী ক্রিকেটাররা এখন থেকে আইসিসির বিশ্ব আসরগুলোতে একইরকম পুরস্কারপ্রাপ্ত হবে।’

আরেকটি সিদ্ধান্ত হয়েছে স্লো ওভাররেটে খেলোয়াড়দের ম্যাচ ফি বিষয়ক। যেখানে খেলোয়াড়দের পুরো ১০০% ম্যাচ ফি কাটা পড়ার সুযোগ থাকত। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, টেস্টে স্লো ওভার রেটের কারণে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি কাটা যাবে, এর বেশি নয়। এবং কোনো দল যদি ৮০ ওভারের আগে অল আউট হয়ে যায়, তবে সে দল শাস্তির আওতাভুক্ত হবে না। এর আগে এটি ছিল ৬০ ওভার পর্যন্ত।

আইসিসি ক্রিকেট কমিটি (পুরুষ) থেকে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ক্রিকেট কমিটি জোরালোভাবেই মনে করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটা যাওয়ার নিয়ম থাকলেও খেলোয়াড়দের শতভাগ ম্যাচ ফি হারানোর ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে একটা সমতা আসবে। যাতে ওভার রেট ঠিক থাকে, আবার কেউ টেস্ট খেলতে আগ্রহও না হারায়।’

এছাড়াও আইসিসির বার্ষিক সভাতে ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে কিছু শর্ত আরোপ, লভ্যাংশ ভাগ করার ক্ষেত্রে কোন বোর্ড কেমন পাবে– সেসব নিয়েও আলোচনা হয়েছে।

৯৭ ডেস্ক

Read Previous

ইমার্জিং এশিয়া কাপে লড়াই করে হারল বাংলাদেশ

Read Next

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডেও নেই জাহানারা

Total
0
Share