ইমার্জিং এশিয়া কাপে লড়াই করে হারল বাংলাদেশ

বাংলাদেশ ইমার্জিং হার
Vinkmag ad

ইমার্জিং এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে সাড়ে তিনশ রানের পাহাড়সম লক্ষ্য পেরোতে পারেনি বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা দল ৩৪৯ রানের সংগ্রহ তোলে। বাংলাদেশের ব্যাটাররা মোকাবিলা করতে গিয়ে ৩০১ রানে সব উইকেট হারিয়ে বসে। ফলাফল ৪৮ রানের পরাজয় মেনে নিতে হয় লাল সবুজের দলকে।

চলছে ইমার্জিং এশিয়া কাপ। বাংলাদেশ থেকে তুলনামূলক শক্তিশালী দল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। আজ স্বাগতিকদের সাথে প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাইফ হাসান।

শ্রীলঙ্কার দুই উদ্বোধনী ব্যাটার ভালো শুরুর পথেই এগোচ্ছিলেন। দলীয় ৫১ রানে অবশ্য লাসিথ ক্রসপুল্লের উইকেট হারায় দলটি। তবে আভিশকা ফার্নান্দো ছিলেন চীনের প্রাচীরের ন্যায়। রিপন মন্ডল তাঁর বলে শুরুতে সুইং আদায় করে নিতে সক্ষম হলেও, ফার্নান্দোর ছন্দে সব কাঁটা পড়ে যায়। মিনোদ ভানুকাকে নিয়ে গড়েন ১২৫ (১২৪) রানের জুটি। এরপর ফার্নান্দোর সাথে জুটি গড়ার চেষ্টা করেন আরো ৩ ব্যাটার। বেশ সফল হয়েছেন পাসিন্দু সুরইয়াবান্দারা, এই ব্যাটারের সাথে দলের খাতায় আরো ৭৫ (৫৯) রান যোগ করেন ফার্নান্দো।

দলীয় ২৭১ রানে থামে ফার্নান্দোর এই ইনিংস গড়ার ভিত। ফিরে যান সৌম্য সরকারের বলে। খেলেন ১২৪ বলে ১৩৩ রানের ইনিংস। এছাড়াও আশেন বান্দারার ৩৫ ও দুনিথ ওয়েল্লালাগের ৩১ রান শ্রীলঙ্কা দলকে এনে দেয় বড় পুঁজি। ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে দলের সংগ্রহ তাই দাঁড়ায় ৩৪৯ রানে।

৩৫০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। নাঈম শেখ কিছুটা ধীরে খেললেও, তানজিদ হাসান খেলছিলেন ব্যাট চালিয়ে। দলীয় ৬৯ রানে ভাঙে এই ওপেনিং জুটি। নাঈমের ফেরার ৫ রান পরেই তানজিদও ফিরেছেন প্যাভিলিয়নে, খেলেন ৩৯ বলে ৫১ রানের ইনিংস। পরবর্তীতে জাকির হাসান ও সাইফ হাসান মিলে চেষ্টা করেছেন দলকে টেনে তোলার, বিশাল লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার। তাঁদের চেষ্টা থামে ৬৪ বলে ৭৮ রানে। সাইফ ফেরেন ৫৩ (৪৬) রানে। এরপর মাহমুদুল হাসান জয় ও সৌম্য সরকারের জুটি ফিকে হয়ে যায় ব্যক্তিগত ১১ রানে জয়ের উইকেট পতনে।

সৌম্য সরকারের কিছু চেষ্টা চোখে পড়েছে। জয়ের সাথে ২৯ (৩৫) রানের জুটির পর, শেখ মেহেদীর সাথে গড়েন ৪৮ (৪৭) রানের জুটি। সৌম্য নিজে ফিরেছেন ৪২ (৪৬) রানে। তবে দল উইকেট হারাতে থাকে বড় জুটি বা প্রয়োজনের খেলা দেওয়ার আগেই। শেষদিকে রাকিবুল হাসান ও রিপন মণ্ডল মিলে ৫৭ বলে ৫২ রান যোগ করেন। রাকিবুল ৩৬ বলে খেলেন ৪০ রানের ইনিংস। রিপন অপরাজিত ছিলেন ১৬ (২৪) রানে।

শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৮.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৩০১ রানে গুটিয়ে যায়। শ্রীলঙ্কা টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে জয় পায় ৪৮ রানের।

লঙ্কান বোলারদের পক্ষে প্রমোদ মাদুশান ও দুশান হেমন্ত ৩ টি করে উইকেট নেন। বাংলাদেশি বোলারদের পক্ষে সৌম্য সরকার ও রিপন মণ্ডল নেন ৩ টি করে উইকেট।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ জুলাইয়ের ১৫ তারিখ ওমানের বিপক্ষে।

৯৭ ডেস্ক

Read Previous

লক্ষ্য আসলে জানি না, বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব: সাকিব

Read Next

আইসিসির ‘ম্যাসিভ’ সিদ্ধান্ত; পুরুষ-নারী দল পাবে সমান প্রাইজমানি

Total
0
Share