

সাকিব আল হাসানের সংবাদ সম্মেলন সব সময়ই সমর্থক ও গণমাধ্যমের জন্য আগ্রহের জায়গা। সাকিব নতুন কী বলেন, তাই জানার ইচ্ছা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এবারের ফরম্যাট টি-টোয়েন্টি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব অনেক কথাই বললেন, পাশাপাশি অনেক কথাই কৌশলের সাথে বললেন না। চাইলেন না বাড়তি কোনো চাপ মাথায় নিতে।
ঢাকা-চট্টগ্রামের পর বাংলাদেশ দল এখন সিলেটে। টেস্ট ও ওয়ানডের হিসাব চুকিয়ে, চার-ছক্কার ক্রিকেটের জন্য প্রস্তুত হচ্ছে দল। প্রতিপক্ষ আফগানিস্তান, যারা ইতিমধ্যে শক্ত প্রতিপক্ষ হিসেবেই বাংলাদেশের সামনে নিজেদের প্রমাণ রেখে যাচ্ছে।
কন্ডিশন ও উইকেট নিয়ে চিন্তাটা সবার আগে আসে। সিলেটের বৃষ্টির কথাও আছে অধিনায়কের মাথায়। সে নিয়েও পরিকল্পনা আছে।
‘আমার ধারণা উইকেট নিয়ে কেউ খুব বেশি কথা বলেনি। একজন খেলোয়াড়ও উইকেটের কাছে গেছে কিনা জানি না। আমরা আসলে কন্ডিশন নিয়ে চিন্তিত না। অবশ্যই আফগানিস্তান ভালো একটা দল, আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এটা ওদের সম্পর্কে আরও জানার, ওদের মোকাবেলা করার ভালো সুযোগ।’
চিন্তাটা বাইরে রেখে, উইকেট আর কন্ডিশনের চাপ নিতে চাননি সাকিব আল হাসান। তিনি, হেড কোচ, পাশাপাশি কিউরেটর– সকলে অবশ্যই অবগত আছেন উইকেট নিয়ে। কিন্তু প্রেসের সামনে তা নিয়ে মুখ খোলা ও সরব হওয়া সমীচীন মনে করেননি সাকিব। বরং সাহসী স্বরে বলতে চাইলেন, যেমনই হোক প্রস্তুত আছে দল।
কৌশলের সাথে বলতে চাইলেননা আর কোন কথাগুলো সাকিব? যেমন ধরুন, মুজিব-রশিদ তাঁদের নিয়ে যে আলোচনা, তাঁদের স্পিন নিয়ে একটা ‘গোলযোগ’ যে বেঁধে যায় চিন্তার জায়গাতে, তা খুব পরিষ্কার। সেই গোলযোগপূর্ণ জায়গার ধারেকাছেও হাঁটলেন না সাকিব। বরং যার যার কাজ সম্পর্কে সকলের ধারণা আছে বলে তিনি বিশ্বাস করেন।
‘কোনো ইন্ডিভিজ্যুয়াল খেলোয়াড় নিয়ে আমরা ভাবিনি। কেমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে সে অনুযায়ী সবাই ব্যক্তিগতভাবে কাজ করবে, আমি নিশ্চিত। এটা কাউকে বলার বিষয় না। টি-টোয়েন্টিতে মোমেন্টাম খুব জরুরী। আমরা কীভাবে খেলাটা শুরু করি এটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ব্যাটিং বা বোলিং যাই করি ভালো শুরু গুরুত্বপূর্ণ।’
এই চিন্তা বা দুশ্চিন্তা এতটাই ‘জরুরী’ হয়ে দেখা দিয়েছে যে, সাকিব তা বারবার স্মরণ করিয়ে দিতে চাইলেন। দুশ্চিন্তা নয় বরং খুব স্বাভাবিকভাবে নিজের খেলাটা খেলে যাওয়া, প্রতিপক্ষ ও পরিস্থিতি নিয়ে কম চিন্তা করা ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে তার আজকের প্রেস কনফারেন্সে।
সাকিব জানান, ‘আমরা দল হিসেবে তখনই ভালো খেলি যখন অন্য দলকে নিয়ে চিন্তা না করি। যখন ওপেন মাইন্ডেড থাকি, নিজেদের খেলা নিয়ে চিন্তা করি তখন আমাদের দল পারফর্ম বেশি করে। তখনই নার্ভাস থাকি বা ভালো করতে পারি না, যখন কন্ডিশন আর প্রতিপক্ষ নিয়ে বেশি চিন্তা করি। তাই এই জিনিস যত কম করতে পারি ততই ভালো।’