সাকিবের দল পা রাখল সিলেটে

FB IMG 1689165972346
Vinkmag ad

হতাশায় ডুবে ওয়ানডে সিরিজ শেষ করা বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টির মিশন। চট্টগ্রাম থেকে আজ দুপুরে সিরিজের ভেন্যু সিলেটে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। সিরিজ শুরু ১৪ জুলাই।

১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

সিরিজের প্রথম ম্যাচের আগে আগামীকাল অনুশীলনে নামবে সাকিব, লিটনরা। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত করবে অনুশীলন বাংলাদেশ। ২-৫ টা পর্যন্ত আফগানিস্তানের জন্য নির্ধারিত অনুশীলনের সময়। পরের দিন সন্ধ্যায় ম্যাচ।

ওয়ানডে স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ টি-টোয়েন্টিতে না থাকায় ফিরে গেলেন ঢাকায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুব।

৯৭ প্রতিবেদক

Read Previous

এমসিসির ‘কৌশলগত’ পরিকল্পনা, সীমিত হবে ওয়ানডে ক্রিকেট!

Read Next

উইন্ডিজকে কোনঠাসা করে ভারতের দিন

Total
0
Share