

টেস্ট ক্রিকেটারদের র্যাংকিয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সতীর্থদের টপকে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড উঠে গেছেন টেস্ট ব্যাটারদের ২ নম্বরে। স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেইন চলে গিয়েছেন ৪ ও ৫ নম্বরে। ইংল্যান্ড ব্যাটার হ্যারি ব্রুক জায়গা করে নিয়েছেন ১২ নম্বর পজিশন। অন্যদিকে সেরা ২০ ব্যাটসম্যানের তালিকায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের নাম দেখা যাচ্ছে।
শুরুতে দেশের কথাতেই আসা যাক। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ব্যাটিং র্যাংকিয়ে লিটন দাস ৩ ধাপ এগিয়ে ৩৮ নম্বর পজিশনে আছেন। সাকিব আল হাসান আবারও সেরা ১০ বোলিং তালিকায় ঢুকে পড়েছেন। আছেন ১০ নম্বরে।
আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব্যাটারদের র্যাংকিয়ে অ্যাশেজ সিরিজের প্রভাব টের পাওয়া যাচ্ছে। সিরিজটিতে যারা ভালো করছেন, তাঁদের র্যাংকিয়ে বেশ উন্নতি দেখা যাচ্ছে। অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের কথাই ধরুন। তৃতীয় টেস্টে ৩৯ ও ৭৭ রানের ইনিংস খেললেন দলের একদম প্রয়োজনীয় মুহূর্তে। অল্প দলীয় রানের ইনিংস হচ্ছিল হেডিংলিতে। সেখানে যতটুকু ভূমিকা রাখা যায়, তা রাখতে চেষ্টা করেছেন হেড। তাঁর সাম্প্রতিক ব্যাটিং ফর্ম খুবই আশাব্যঞ্জক অস্ট্রেলিয়ার জন্য।
সেই প্রাপ্যতা তিনি পেয়েছেন। ৮৭৪ রেটিং নিয়ে টেস্টের সেরা ব্যাটসম্যানের তালিকায় তাঁর নামটি এখন ২ নম্বরে। ৮৮৩ ও ৮৬২ রেটিং নিয়ে উপরে আর নিচে আছে যথাক্রমে কেন উইলিয়ামসন ও বাবর আজমের নাম। হেডের সর্বোচ্চ র্যাংকিং ছিল তৃতীয়। এবারই প্রথম তিনি র্যাংকিয়ে দ্বিতীয় সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছেন।
গত ম্যাচে ইংল্যান্ডের জয়ে সিরিজ এখন ২-১ ব্যবধান। এর ফলে ইংল্যান্ডের খেলোয়াড়দের র্যাংকিয়েও হয়েছে উন্নতি। হ্যারি ব্রুকের কথাতেই আসা যাক। দারুণভাবে নিজের ক্যারিয়ার শুরু করা ব্রুক হেডিংলি টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেছেন ৭৫ রানের ইনিংস। ক্যারিয়ার-সেরা ১২ নম্বর জায়গাটা তিনি নিয়েছেন তাঁর দখলে। গত সেপ্টেম্বরের পর বেন স্টোকস এই প্রথম সেরা ২০ ব্যাটারের তালিকায় অন্তর্ভুক্ত হলেন। হেডিংলি টেস্টে প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ৮০ রানের ইনিংস। একই টেস্টে জ্যাক ক্রলির ৩৩ ও ৪৪ রান ৮ ধাপ এগিয়ে তাঁকে ৪৮ নম্বর পজিশনে জায়গা করে দিয়েছে।
বোলিং র্যাংকিয়ের দিকে আসলে দেখা যায়, এখানে ইংল্যান্ড বোলারদের বেশ উন্নতি হয়েছে। স্টুয়ার্ট ব্রড আছেন ছন্দে। গত ম্যাচে মার্ক উড করেছেন অসাধারণ পারফরম্যান্স। প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার ছিল ২ উইকেট। চার ধাপ এগিয়ে স্টুয়ার্ড ব্রডের পজিশন এখন ৬ নম্বরে। ৯ ধাপ এগিয়ে মার্ক উড রয়েছেন ২৬ নম্বর পজিশনে, পাশাপাশি তাঁর ক্যারিয়ার-সেরা ৫৯১ রেটিং নিয়ে। ক্রিস ওকস আছেন ৩৬ নম্বরে।
ওয়ানডে র্যাংকিয়ে আফগানদের হয়েছে উন্নতি। আফগানিস্তান ব্যাটার ইব্রাহিম জাদরান ১১ ধাপ এগিয়ে ১৬ তম ওডিআই ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশের সাথে ১৪২ রানের ইনিংস তাঁর এই উন্নতিতে সাহায্য করেছে। অন্যদিকে রহমানুল্লাহ গুরবাজের কিছু জায়গা পতন ঘটেছে। ৩৭ নম্বর থেকে ৪৫ নম্বরে নেমে গিয়েছেন তিনি। অন্যদিকে বোলার ফজল হক ফারুকী ৫৮ নম্বর থেকে ৩৩ নম্বর পজিশনে উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশের সাথে সদ্য শেষ হওয়া সিরিজে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ।
এছাড়াও আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বাছাইপর্বের ম্যাচগুলো খেলার ফলে সেখানে পারফর্ম করা নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কিছুসংখ্যক খেলোয়াড়দের উন্নতি দেখা যায়।