সর্বনিম্ন ২০০ টাকায় সিলেটে দেখা যাবে টি-টোয়েন্টি ম্যাচ

মিরাজের কণ্ঠে শুনুন ঐতিহাসিক জয়ের গল্প গুলো
Vinkmag ad

সিলেটে আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতোমধ্যে দুই দলই পৌঁছে গেছে ম্যাচ ভেন্যুর শহর সিলেটে। এদিকে দর্শকদের জন্য টিকিট প্রাপ্তির স্থান ও টিকিটের মূল্য সম্পর্কে বিস্তারিত জানিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের টিকিটের বৃত্তান্ত জানিয়েছে বিসিবি। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকায় মিলবে ম্যাচের টিকিট।

১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আফগানিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড- 

রাশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শাহজাদ, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, সেদিক অটল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, নিজাত মাসুদ, ওয়াফাদার মোমান্দ, ফরিদ আহমেদ মালিক, নুর আহমেদ এবং মুজিব উর রহমান।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুব।

বাংলাদেশ বনাম আফগানিস্তান টি-টোয়েন্টি ম্যাচ (সিলেট ভেন্যু):

গ্র্যান্ড স্ট্যান্ড – ১৫০০/=;

ক্লাব হাউস – ৫০০/=;

ইস্টার্ন গ্যালারি – ৩০০/=;

ওয়েস্টার্ন গ্যালারি – ২০০/=;

সবুজ পাহাড় এরিয়া – ২০০/=

টিকিট বিক্রির স্থান:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (এসআইসিএস), মেইন গেট লাক্কাতুরা টিকেট কাউন্টার এবং সিলেট জেলা স্টেডিয়ামের (প্রধান গেট) টিকেট কাউন্টার রিকাবীবাজার।

সময়: সকাল ০৯.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ (টিকেট পাওয়া যাবে ম্যাচের দিন এবং ম্যাচের দুই দিন আগে থেকে)।

৯৭ প্রতিবেদক

Read Previous

দুরন্ত জাইসাওয়ালকে নিয়ে রোহিতের শুরুর অপেক্ষা

Read Next

টেস্টে দুই নম্বরে হেড, ওয়ানডেতে বোলার সাকিব সেরা দশে

Total
0
Share