দুরন্ত জাইসাওয়ালকে নিয়ে রোহিতের শুরুর অপেক্ষা

licensed image
Vinkmag ad

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে ছেলেটি পানি পুরি বিক্রি করত। নাম তার ইয়াশভি জাইসাওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ মাঠে নামবে ভারত। সেই টেস্টে জাইসাওয়ালের ডেব্যু যে হচ্ছে, তা একরকম নিশ্চিত। জানা গেছে, জাইসাওয়াল খেলবেন ওপেনিং পজিশনে। আর শুবমান গিল নেমে যাবেন ৩ নম্বরে।

অনুপ্রেরণার গল্প অনেক আছে ইয়াশভি জাইসাওয়ালের। তা সে নিজের জীবন থেকেই দুঃখের দিনে কাজে লাগাতে পারবেন। দর্শকেরাও চাইলে গল্পগুলো জেনে রাখতে পারেন। কিছুটা অবাক তো করেই। যারা ক্রিকেট পছন্দ করেন, তাদের মধ্যে ভালো লাগাও তৈরি করে– একজন ক্রিকেটারের এমন উঠে আসার গল্প শুনলে।

আজ বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকায় প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত। সেই টেস্টে জাইসাওয়াল খেলছেন, এমন খবর নিশ্চিত হওয়া গেছে। মোটামুটি একটা সময় পর্যন্ত রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে ছিলেন শুবমান গিল। তবে উইন্ডিজদের সাথে প্রথম টেস্টে জয়সওয়াল ওপেন করতে যাচ্ছেন রোহিতের সাথে, যা রোহিত নিজেই জানিয়েছিন।

‘ভারতীয় ক্রিকেট দীর্ঘদিন ধরে খুব মরিয়া হয়ে একজন বাঁহাতি খুঁজছিল এবং আমরা জাইসাওয়ালকে পেয়েছি। উপরের দিকে ডান-বাম কম্বিনেশন আমাদের জন্য বড় সুযোগ হবে। গিল হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে গিয়ে নিজের ইচ্ছার কথা জানায় যে, সে ৩ নম্বর পজিশনে ব্যাট করতে চায়। সে আসলে তার ক্যারিয়ারে এই পজিশনেই ব্যাট করেছে।’

— ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানান রোহিত শর্মা।

শুবমান গিল যে ভারতীয় দলের জন্য কাজটা সহজ করে দিয়েছেন, তা অনুমান করা যায়। গিল তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ৩ বা ৪ নম্বর পজিশনে ব্যাট করেছেন। তিনি শেষ টেস্ট খেলেছেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সে টেস্টের কোনো ইনিংসেই শুরুতে নেমে ভাল করতে পারেননি তিনি। হয়তো ৩ নম্বর পজিশন তাঁর জন্য উপকার বয়ে আনতে পারে উইন্ডিজ সিরিজ থেকেই।

ভারতীয় দল ডোমিনিকার মাঠে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নামতে যাচ্ছে বলে জানা যায়। সম্ভাবনা এটাই বেশি।

এই মাঠে ভারত শেষ টেস্ট খেলেছিল ২০১১ সালে। তবে এই মাঠে শেষ টেস্ট ম্যাচ গড়িয়েছে ২০১৭ সালে। সেবার স্পিনাররা দারুণ করেছিল। সেই আশা থেকে এবং মাঠের ভাব বুঝে ভারতীয় দলেও হয়তো ২ স্পিনার দেখা যাবে।

রোহিত শর্মা জানান, ‘উইকেট দেখে মনে হলো, আমরা দুই স্পিনার ও ৩ পেসার খেলাবো। কারণ, আমরা দেখেছি, এখানে ২০১৭ সালে যখন শেষ টেস্ট ম্যাচ হয়েছে, অনেক বেশি উইকেট স্পিনাররা তুলে নিয়েছিল। এখানে প্র্যাক্টিস করেও মনে হয়েছে, পাশাপাশি এখানকার বাউন্স, আমরা ৩-২ ফর্মেশনের দিকেই যাব।’

৯৭ ডেস্ক

Read Previous

ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের অপরিবর্তিত স্কোয়াড

Read Next

সর্বনিম্ন ২০০ টাকায় সিলেটে দেখা যাবে টি-টোয়েন্টি ম্যাচ

Total
0
Share