কোলকাতায় বাংলাদেশের দুই ম্যাচের টিকিট সর্বনিম্ন ৬৫০ রূপি

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে বাংলাদেশে!
Vinkmag ad

বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে। ইতিমধ্যে দলগুলো তাঁদের প্রস্তুতি যেমন সেরে নিচ্ছে, স্টেডিয়ামগুলো প্রস্তুত হচ্ছে তাদের নিজস্ব ঢঙে। ভারতের ১০ টি শহরে বিশ্বকাপের সকল ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে রয়েছে কলকাতা শহরের ইডেন গার্ডেন্স। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দু’টি ম্যাচও অনুষ্ঠিত হবে কোলকাতার এই ক্রিকেট বাগানে। সম্প্রতি ম্যাচগুলোর টিকিট মূল্য ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।

বাংলাদেশের সমর্থকেরা বেশ অপেক্ষাতেই আছেন। অনেকেই বিশ্বকাপ দেখতে পার্শ্ববর্তী দেশে যাবেন। সেই প্রস্তুতিতে ঘি ঢালতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) থেকে এসেছে ঘোষণা। কোলকাতায় অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিট মূল্য ঘোষণা করেছে তাঁরা।

অক্টোবরে শুরু হচ্ছে বিশ্বকাপ। সূচি থেকে জানা যায়, ৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশ্ব আসর। কোলকাতার ইডেনে বাংলাদেশের ম্যাচ হবে দুইটি। প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পাকিস্তান। ম্যাচ দুটি হবে ২৮ ও ৩১ নভেম্বর।

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য ৬৫০ রূপি, আসন হবে আপার টায়ার। এরপর ডি ও এইচ ব্লকে টিকিমূল্য ১০০০ রূপি। বি, সি, কে ও এল ব্লকে সর্বোচ্চ ১৫০০ রূপিতে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে টিকিটের মূল্য থাকবে কিছুটা বেশি। এই ম্যাচে আপার টায়ারে সর্বনিম্ন টিকিট মূল্য ধরা হয়েছে ৬৫০ রূপি। ডি ও এইচ ব্লকে ১২০০ রূপি। সি ও কে ব্লকে ২০০০ রূপি। বি ও এল ব্লকে টিকিট মূল্য সর্বোচ্চ ২২০০ রূপি।

ইডেনে অনুষ্ঠিতব্য অন্য ৩ ম্যাচের একটি হবে সেমিফাইনাল। বাকি দুই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মতো একই টিকিট মূল্য থাকবে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচেও। অন্যদিকে ভারত-সাউথ আফ্রিকা ম্যাচ ও সেমিফাইনাল ম্যাচের টিকিট মূল্য থাকবে একই। সেখানে আপার টায়ারে মূল্য ধরা হয়েছে ৯০০ রূপি। ডি ও এইচ ব্লকে ১৫০০ রূপি। সি ও কে ব্লকে ২৫০০ রূপি। সর্বোচ্চ বি ও এল ব্লকে। এই দুই ব্লকে টিকিট মূল্য ধরা হয়েছে ৩০০০ রূপি।

বাংলাদেশের দর্শকেরা টিকিটের দাম নিয়ে খুব বেশি হতাশা দেখায়নি। বরং পাশের দেশে ম্যাচ দেখতে যাওয়ার ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে। তবে কলকাতার দর্শকেরা কিছুটা হতাশা প্রকাশ করেছে। বিশেষ করে ভারতের ম্যাচ ও সেমিফাইনাল ম্যাচের টিকিট মূল্য যেখানে শুরুই হয়েছে ৯০০ রূপি থেকে, তা নিয়ে দেখা গেছে প্রতিক্রিয়া।

৯৭ ডেস্ক

Read Previous

বোলারদের সাজানো বাগান তছনছ করল ব্যাটাররা, বাঘিনীদের হার

Read Next

আমি এখনো তরুণ, অনেক ক্রিকেট বাকি: আজিঙ্কা রাহানে

Total
0
Share