

নেদারল্যান্ডসকে হারিয়ে শ্রীলঙ্কার চ্যাম্পিয়নের মাধ্যমে শেষ হয়েছে ২০২৩ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফর্ম করা খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্টের সেরা দল প্রকাশ করেছে আইসিসি।
নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস পেলেন টুর্নামেন্ট সেরা দলের নেতৃত্ব। তার হাতেই উঠল উইকেটকিপারের গ্লাভস। সর্বোচ তিন জন করে খেলোয়াড় শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের। এছাড়া বাকি দুইজন স্কটল্যান্ডের। ওয়েস্ট ইন্ডিজ কিংবা আয়ারল্যান্ডের কোনো ক্রিকেটার আইসিসির টিম অব দ্য টুর্নামেন্টে জায়গা পাননি।
নেদারল্যান্ডস অধিনায়ক এডওয়ার্ডস পুরো টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, স্টাম্পের পিছনে এবং ব্যাট হাতে দুর্দান্ত সব ইনিংসে। তিনি কৌশলগতভাবে বুদ্ধিমানও ছিলেন, নেদারল্যান্ডসকে বেশ কিছু কঠিন ধাপের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছেছেন। তারা এই বছরের শেষের দিকে ভারতে ক্রিকেট বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে। এডওয়ার্ডস আট ম্যাচে ১২টি ডিসমিসাল এবং চারটি হাফ সেঞ্চুরি সহ ৩১৪ রান করেছিলেন।
অভিজ্ঞ জিম্বাবুয়ে তারকা শন উইলিয়ামস টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি স্বাভাবিকভাবেই এই দলে অন্যতম বড় নাম। টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, তিনটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতকের সাহায্যে ১০প গড়ে সাত ম্যাচে ৬০০ রান করেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তার ১৭৪ রানের ইনিংস ছিল দেখার মতো। উইলিয়ামস বল হাতেও শিকার করেন তিনটি উইকেট।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা তার বৈচিত্র্যের মিশ্রণ ব্যাটারদের পক্ষে লড়াই করা খুব কঠিন ছিল। টুর্নামেন্টের শুরুতে তার আধিপত্য এমন ছিল যে তিনি কিংবদন্তি ওয়াকার ইউনুসের সমান হয়ে পরপর তিনটি পাঁচ উইকেট তুলে নেন। হাসরাঙ্গা সাত ম্যাচে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে, সেরা বোলিং ফিগার ৬/২৪।
২০২৩ বিশ্বকাপ কোয়ালিফায়ার টিম অব দ্য টুর্নামেন্ট-
পাথুম নিসাঙ্কা, বিক্রমজিত সিং, ব্র্যান্ডন ম্যাকমুলেন, শন উইলিয়ামস, বাস ডি লিড, সিকান্দার রাজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, ক্রিস সোল, রিচার্ড এনগারাভা।