আফগানদের প্রশংসায় ভাসানো পোথাস লিটনের ফর্ম নিয়েও সন্তুষ্ট

সৌম্য’র উদ্দেশ্যে টোটকা দিলেন পোথাস
Vinkmag ad

আফগানিস্তানের স্পিনের বিরুদ্ধে খেলে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে প্রস্তুতিটা সম্পন্ন করতে চায় বাংলাদেশ। আফগান স্পিন ত্রয়ী রাশিদ-মুজিব-নবীদের রীতিমতো প্রশংসায় ভাসালেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। লিটনের মতো কোচও লিটনের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে এখনি বেশি কিছু ভাবছেন না।

ঘরের মাঠে ফেভারিট হিসেবে খেলতে নেমে টানা দুই হারে সিরিজ হার। র‍্যাংকিংয়ের নিচের দলের সাথে এমন হার; তবুও আক্ষেপ নেই নিক পোথাসের। কারণ তিনি ভালোভাবেই জানেন আফগানিস্তানের স্পিন অ্যাটাক কতটা শক্তিশালী।

চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে টাইগারদের সহকারী কোচ করলেন আফগানদের প্রশংসা,

‘সত্যি বলতে আফগানিস্তানের স্পিন বিশ্বের সেরা স্পিন অ্যাটাক। এটাই ফ্যাক্ট। তাদের ৩ স্পিনার সাদা বলের ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলে। এখন সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। তাদের মতো খেলোয়াড় থাকা একজন অধিনায়কের স্বপ্ন। তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের জন্য এডভান্টেজ। কারণ এটা আমাদের আরও ভালো করে তুলবে। এই লেভেলের স্পিন মোকাবেলা করার পর আপনি যে কাউকে মোকাবেলা করতে পারবেন। বিশ্বের আর কোনো দলেই এমন মানের ৩ স্পিনার নেই। তাই বলব এই প্রস্তুতিটা আমাদের জন্য খুবই উপকারী। র‍্যাংকিংয়ে তারা কত সেটা বড় বিষয় নয়। তবে তাদের কোয়ালিটির দিকে দেখুন, আমি মনে করি বিশ্বের সেরা স্পিনারদের মধ্যে এই ৩ জন আছে। তাই ইতিবাচক দিকই দেখছি।’

গোটা বিশ্বই জানে আফগানিস্তানের স্পিনাররা সেরা। ভয়ংকর আফগান স্পিন আক্রমণকে নিয়ে প্রশংসা ঝরল নিক পোথাসের কণ্ঠে,

‘পুরো বিশ্বই ওদের বিপক্ষে খেলতে সংগ্রাম করে। মিডলসেক্সে আমি মুজিবের সাথে কাজ করেছি। উইকেটরক্ষক হিসেবে পেছনে দাঁড়িয়েছিলাম। আমিও উইকেটের পেছন থেকে তার বল বুঝতে ঝামেলায় পড়েছি। ওয়ার্ন বা মুরালির সেরা সময়ও নয়। তারা অন্য মাত্রায় আছে। এ কারণে লিগগুলোতে মিস্ট্রি স্পিনারদের এত দাম ওঠে।’

লিটনের পারফরম্যান্স নিয়ে সহকারী কোচ নিক পোথাসও খুব বেশি ভাবছেন না, ‘মোটেও না। হি ইজ অ্যা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার।’

৯৭ প্রতিবেদক

Read Previous

খালেদ মাহমুদ সুজন টেপ টেনিস ক্রিকেটের আবিষ্কারক!

Read Next

আফিফ, রিয়াদকে নিয়ে নিক পোথাসের যা ভাবনা

Total
0
Share