

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের লজ্জায় বাংলাদেশ। এর মাঝেই মিলল আরও এক দুঃসংবাদ; গতকাল দ্বিতীয় ম্যাচে বাম হাঁটুতে পাওয়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে মঙ্গলবারের শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন।
বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি এবাদতের চোট নিয়ে আপডেট জানিয়েছেন, ‘এমআরআই দেখে বোঝা যাচ্ছে এটি কোনও বড় চোট নয়। আমরা আশা করছি প্রায় দুই সপ্তাহের মধ্যে সে (এবাদত) সুস্থ হয়ে উঠবে। দলের সাথে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন।’
এবাদত ছিটকে গেলেও স্কোয়াডে নতুন করে যুক্ত করা হচ্ছে না কোনো ক্রিকেটারকে।
প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প ছিল না সাকিব, লিটনদের সামনে। কিন্তু এই সমীকরণ আর বাংলাদেশ মিলাতে পারল কই। সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত সফরকারী দলের।
১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ।