শ্বাসরুদ্ধ ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে সিরিজে সমতা যুবাদের

অনূর্ধ্ব ১৯ জয়
Vinkmag ad

গত ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয়ের দেখা পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৬৯ রানের লক্ষ্য মোকাবিলা করতে যেয়ে ১৪ রান বাকি থাকতেই গুটিয়ে যায় সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের যুবারা। জয়ের কাছাকাছি ভিড়েও, পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। এই জয়ে ৫ ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ।

আজ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও সাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়বৃন্দ। বাংলাদেশের দেওয়া ২৬৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে যেয়ে ৪৯ ওভারে ২৫৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ার যুবদল।

দলীয় ১৬ ও ৫১ রানে প্রোটিয়াদের প্রথম দুই উইকেটের পতন ঘটে। তবে ৩ নম্বরে নামা ব্যাটার ডেভিড টিগার, যিনি কিনা দলের অধিনায়ক, তাঁর ব্যাটে চড়ে সাউথ আফ্রিকা পাড়ি দেয় লম্বা রান। দলীয় ১৫৭ রানে অধিনায়কের পতন ঘটে, যখন ৩১ ওভারের খেলা চলছে। টিগার ৯৩ বলে ৭৫ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন।

টিগারের আগে ২৪ ও ৭ রান করে ফিরেছেন আরো দুই ব্যাটার, রিচার্ড স্টেটসওয়েন ও জুয়ান জেমস। ফলে উইকেটের পতন সংখ্যা তখন পাঁচের ঘরে।

দেওয়ান মারাইস ও অলিভার হোয়াইটহেড দলের রান তাড়ায় চেষ্টার কমতি রাখেননি। দুজনেই ফিরেছেন ব্যক্তিগত ৩৮ রান করে। হোয়াইটহেডের উইকেট পতনে দল তখন ৮ উইকেট হারিয়ে ২৪৫ রানে প্রান্ত-ঘেষা অবস্থায়। ৪৮ ওভারের খেলা চলছিল। কিন্তু লিয়াম আলডার ১৮ রানে ফিরলে শেষ উইকেটে গড়ায় খেলা।

এমন বিপদসংকুল অবস্থায় ৪৯ তম ওভারের শেষ বলে রান আউট হয়ে ফেরেন সিফো পটসেন। ফলে কুনা মাফাখা-কে একা ক্রিজে অপরাজিত থাকতে হয় ৬ রান নিয়ে। দল অল আউট হয় ২৫৪ রানে। যেখানে ওভার বাকি ছিল আরো একটি। ফলে ১৪ রানের আকাঙ্ক্ষার জয় তুলে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ- ১৯ দলের বোলারদের পক্ষে রাফিউজ্জামান রাফি ৩ উইকেট লাভ করেন। রোহানাত-দ্দৌলা-বর্ষণ ও আরিফুল ইসলাম লাভ করেন ২ টি করে উইকেট। ১ টি উইকেট লাভ করেন মাহফুজুর রহমান রাব্বি।

এর আগে বাংলাদেশের যুবারা ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর আভাস দেয়। আদিল বিন সিদ্দিক ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ৬০ রান আসে উদ্ধোধনী জুটিতে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬০ রানে ফিরলেও আদিল ফিরেছেন দলীয় ১১১ রানে। লিয়াম আলডারের বলে বোল্ড হওয়ার আগে ব্যক্তিগত খাতায় তুলেছেন ৪১ রান।

আদিলের ফেরার পরের ওভারেই দলীয় অধিনায়ক আহরার আমিনের উইকেট পতন ঘটে সিফো পটসেনের ডেলিভারিতে। ক্যাচ দেন প্রতিপক্ষের অধিনায়ক ডেভিড টিগারের হাতে। তবে আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব জেমসের ব্যাটে ভড় করে লড়াকু লক্ষ্যের দিকে আগাতে থাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরিফুল ইসলামের ব্যাটে আসে ৪৮ (৬০) রান, অন্যদিকে শিহাব জেমস খেলেন ৬৯ (৭১) রানের ইনিংস।

শেষদিকে মাহফুজুর রহমান রাব্বির ১২ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস এবং জাকারিয়া ইসলাম শান্ত’র ৩৩ বলে ২৮ রানের অপরাজিত ব্যাটিং ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৮ রানের সংগ্রহ এনে দেয় যুবা দলকে।

সাউথ আফ্রিকা- ১৯ দলের বোলারদের পক্ষে ২ টি করে উইকেট নেন কুনা মাফাখা ও সিফো পটসেন। ১ টি করে উইকেট নেন অলিভার হোয়াইটহেড, লিয়াম আলডার ও জুয়ান জেমস।

৯৭ ডেস্ক

Read Previous

মিরপুরে ভারতের বড় জয়

Read Next

ছিটকে গেলেন এবাদত হোসেন

Total
0
Share