

ঘরের মাঠে ফেভারিট হিসেবে খেলতে নেমে টানা দুই হারে সিরিজ হার। তবুও মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে এসে বলে গেলেন, এতে একটা ভালো জিনিস হয়েছে। নিজেদের ভুলগুলো শুধরানোর পর্যাপ্ত সময় পাবে বাংলাদেশের ক্রিকেটাররা। কারণ সামনেই যে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো মেগা ইভেন্ট।
ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের আগে বাংলাদেশ তাদের হোম ভেন্যুতে আফগানিস্তানের কাছে হার রীতিমতো বড়সর এক ধাক্কা। তবুও ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে বাংলাদেশের। কারণ টাইগারদের অতীত পরিসংখ্যান তাদের হয়ে কথা বলবে।
আফগানিস্তান সিরিজ হারের পরও আত্মবিশ্বাস কমে যায়নি দলের। মেহেদী হাসান মিরাজ তার আগের প্রেস কনফারেন্সের কথাই এই সিরিজের অবস্থা দেখে ঘুরিয়ে বললেন,
‘এশিয়া কাপের আগে বা বিশ্বকাপের আগে এরকম সিরিজ হার… আমরা প্র্যাকটিসের সময় আমি একটা প্রেস কনফারেন্স করেছিলাম, সবাই সেখানে ছিলেন। আমি বলেছিলাম, যদি দুর্ভাগ্যবশত এই সিরিজ খারাপ হয়ে যায় তার মানে আমাদের দল খারাপ হয়ে গেছে এরকম না। আমাদের রেকর্ড অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমরা যেহেতু বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, টিম কম্বিনেশন ভালো আছে, সবাই ভালো টাচে আছে। একটা সিরিজ খারাপ যেতেই পারে। বিগত দিনে আমরা অনেক ভালো খেলেছি, অনেক ম্যাচ জিতেছি। সুপার লিগে টপ ফোরে আছি। গত ৩-৪ বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি। একটা সিরিজ খারাপ হতেই পারে। আমাদের আত্মবিশ্বাস ভালো আছে, প্রস্তুতিও নিচ্ছি। এই দুই ম্যাচের ভুলগুলো দেখে সবাই সতর্ক হতে পারব। সামনে বড় সিরিজ আছে। ওদের সাথে বিগ ম্যাচ আছে। আশা করি ভুলগুলো সেরে উঠতে পারব।’
লজ্জাজনক হারের পরও মিরাজরা খুজে পেয়েছেন ভালো একটা দিক,
‘আমাদের কিন্তু সুযোগ আছে। একটা জিনিস ভালো হয়েছে- হয়ত হেরেছি, কোথায় উন্নতি করতে হবে তা বের করতে পারব এবং সেটা নিয়ে কাজ করার চেষ্টাও করব। এসব নিয়ে কাজ করার অনেক সময় পাব। এশিয়া কাপের দেড় মাস, বিশ্বকাপের তিন মাস। এই সময়ে প্রত্যেক খেলোয়াড় কাজ করতে পারবে।’
বিশ্বকাপকে সামনে রেখে আলাদা ভাবে প্রস্তুতি নেবে দল। নতুন করে পরিকল্পনা সাজিয়ে সামনে এগোবে বাংলাদেশ। মিরাজের বক্তব্যে আরও পরিষ্কার করলেন, এই খারাপ সময় নিয়ে তারা চিন্তিত না।
‘বিশ্বকাপে প্রত্যেক দলের সাথে আমাদের খেলা আছে। বিশ্বকাপের প্রস্তুতি আলাদাভাবে নিতে হবে। মানছি এই দুই ম্যাচ ভালো খেলতে পারিনি। আমাদের দলে কিন্তু বন্ডিং খুব ভালো। আমরা ভালো খেলছি। খারাপ সময় যায়। এটা নিয়ে আমরা চিন্তিত না। আমরা সুন্দর পরিকল্পনা করতে পারব এখনও। অবশ্যই আমরা জেতার জন্যই খেলি। কেউ কখনও হারার জন্য খেলে না।’