‘এক-দুইটা সিরিজ খারাপ হতেই পারে, আমরা খারাপ দল হয়ে যায়নি’

মিরাজ 1
Vinkmag ad

আফগানিস্তানের কাছে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার। মেহেদী হাসান মিরাজ এতে দেখছেন না খারাপ কিছু। তিনি টেনে আনলেন অতীত পরিসংখ্যান। ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে তিন নম্বরে থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী এই অলরাউন্ডার।

বোলিং–ব্যাটিং কোনোটিতেই রাশিদ-নবীদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যের কোনো ছাপ ছিল না। টানা দুই জয়ে আফগানিস্তান প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল। তাও আবার বাংলাদেশের মাটিতে। বিশ্বকাপ, এশিয়া কাপের আগে আফগানিস্তানের কাছে সিরিজ হার বড় ধাক্কা বাংলাদেশের জন্য।

প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না সাকিব, লিটনদের সামনে। কিন্তু এই সমীকরণ আর বাংলাদেশ মিলাতে পারল কই। সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত সফরকারী দলের। ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারের লজ্জায় বাংলাদেশ।

মিরাজের মতে, এতো ভালোর মাঝে এক সিরিজ খারাপ খেলতেই পারে। এতে করে খারাপ দল হয়ে যায়নি,

‘আমি তো বলেছিলামই, এই সিরিজ হারলে খারাপ দল হয়ে গেছি? কখনোই না। আমরা যেভাবে বিগত ৩-৪ বছর ডমিনেট করে খেলেছি। রেকর্ডই কিন্তু কথা বলে। আমরা সব দলকে হারিয়েই তো সুপার লিগে ৩ নম্বরে এসেছি, ২৪ ম্যাচ খেলেছি, বড় বড় দলের সাথে খেলেছি। একটা-দুইটা সিরিজ খারাপ হতেই পারে, খারাপ সিরিজ যেতেই পারে।’

আফগান বোলিং অ্যাটাককে ভয় পায় না বাংলাদেশ। বরং নিজেদের ছোট ভুলে উইকেট হারাচ্ছে ব্যাটাররা। নিজেদের অভিজ্ঞতার তারিফ করে মেহেদী হাসান মিরাজ এভাবেই দলকে আগলে রাখলেন,

‘আমরা যারা ক্রিকেট খেলি ক্রিকেট খেলার সময় কেউই ভয় পায় না। আমাদের একেক খেলোয়াড়ের ৬-৭ বছরের অভিজ্ঞতা। সিনিয়রদের তো ১৫ বছরেরও বেশি। ভয় পাওয়ার কিছু নেই। ছোট ছোট ভুলে হয়ত আউট হয়ে যাচ্ছি। এটা নিয়ে অবশ্যই পরিকল্পনা করব। সামনে বিশ্বকাপ, এশিয়া কাপ আছে। আমরা এটা নিয়ে কাজ করব।’

৯৭ প্রতিবেদক

Read Previous

লিডস টেস্টের ড্রাইভিং সিটে ইংল্যান্ড

Read Next

তামিম কাণ্ডে শকড হওয়া বাংলাদেশের ম্যাচ জেতা কঠিন ছিল

Total
0
Share