ভারত, পাকিস্তান যা পারেনি এবার তা-ই করে দেখাল আফগানিস্তান

20230708 232244
Vinkmag ad

গত ৮ বছরের মধ্যে ইংল্যান্ডের পর এই প্রথম কোনো দল বাংলাদেশকে তাদের মাঠে ওয়ানডে সিরিজে হারিয়েছে। ২০১৫ সাল থেকে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজের মতো শক্তিশালীরা যা করতে পারেনি ২০২৩’এ এসে আফগানিস্তান দল বাংলাদেশে চমক দেখাল। টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ জয়।

২০১৫ সালের পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ হয়ে ওঠে অপ্রতিরোদ্ধ দল। তাদের কেবল দুই সিরিজে রুখে দিয়েছিল ইংল্যান্ড। ২০১৫ সাল থেকে আফগানিস্তান সিরিজের আগ পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশ মোট ১৫টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। যারমধ্যে ১৩টি সিরিজই জিতেছে বাংলাদেশ।

এই সময়ের মধ্যে বাংলাদেশ ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলগুলোকেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারিয়েছে। কেবল ইংলিশরাই ছিল ব্যতিক্রম। ২০১৬ সালের পর ২০২৩’এ এসেও ইংল্যান্ড জিতে নেয় সিরিজ। এবার তাদের এই কীর্তিতে ভাগ বসাল আফগানিস্তান।

বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ১৭ রানে হারের পর এবার ১৪২ রানের হারে বোলিং–ব্যাটিং কোনোটিতেই রাশিদ-নবীদের বিপক্ষে বাংলাদেশের আধিপত্যের কোনো ছাপ ছিল না। টানা দুই জয়ে আফগানিস্তান প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল। তাও আবার বাংলাদেশের মাটিতে। ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের আগে বাংলাদেশ তাদের হোম ভেন্যুতে আফগানিস্তানের কাছে হার রীতিমতো বড়সর এক ধাক্কা।

৩৩২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৮৯ রান করতেই। আফগানিস্তানের ১৪২ রানের বড় জয়; রানের হিসাবে ওয়ানডেতে তাদের তৃতীয় সর্বোচ্চ জয়। এবার হোয়াইটওয়াশের শঙ্কা তাড়া করছে টাইগারদের পেছনে।

৯৭ প্রতিবেদক

Read Previous

বাংলাদেশকে উড়িয়ে আফগানিস্তানের সিরিজ জয়

Read Next

চুল কেটে বিল দেয়নি ক্যারি, অভিযোগ নরসুন্দরের!

Total
0
Share