নিগার-হারমানপ্রীতদের ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ

নিগার-হারমানপ্রীতদের ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ
Vinkmag ad

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে হোম অব ক্রিকেট বলা হলেও নারী দলের ক্রিকেটারদের জন্য তা নয়। এখন অব্দি ৩ টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে এই মাঠে খেলার সুযোগ পেয়েছে বাঘিনীরা। সর্বশেষ এই মাঠে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ১১ বছর আগে।

১১ বছর বাদে আগামীকাল মিরপুরের সবুজ গালিচায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ যেখানে শক্তিশালী ভারত।

মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে নিগার সুলতানা জ্যোতি, হারমানপ্রীত করদের খেলা বিনামূল্যে সরাসরি দেখার সুযোগ পাবে দর্শকরা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ২ টায়। 

বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সাউদার্ন স্ট্যান্ডে দর্শকরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন। ৪ নম্বর গেট দিয়ে দর্শকরা প্রবেশের অনুমতি পাবেন।

৯৭ প্রতিবেদক

Read Previous

চুল কেটে বিল দেয়নি ক্যারি, অভিযোগ নরসুন্দরের!

Read Next

লিডস টেস্টের ড্রাইভিং সিটে ইংল্যান্ড

Total
0
Share