

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে ঘর বদলে সামনের বিপিএলে রংপুর রাইডার্স শিবিরে গেছেন সাকিব। ঘর বেশিক্ষণ শুন্য রাখেনি বরিশাল। আলোচনার কেন্দ্রে থাকা তামিম ইকবাল বিপিএলে খেলবেন বরিশালের হয়ে।
আজ এক বিজ্ঞপ্তি দিয়ে ফরচুন বরিশাল জানিয়েছে তামিম ইকবাল খেলবেন তাদের হয়ে। এক বছরের জন্য তার সঙ্গে যুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তামিম কেবল ২০২৪ বিপিএলে ফরচুন বরিশালে খেলবেনই না, দলকে নেতৃত্বও দেবেন তিনি।
বিপিএল ইতিহাসের সফলতম ব্যাটারের নাম তামিম ইকবাল। এর আগে ৭ ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা তামিম ৮৯ ম্যাচে করেছেন ২৯৩০ রান। ২৮৮২ রান নিয়ে তার পরের অবস্থানে মুশফিকুর রহিম।
২৯৩০ রান করতে তামিম ব্যাট করেছেন ৮৮ ইনিংসে। ২৫ ফিফটির সাথে করেছেন ২ সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ১৪১ রান। বিপিএলে তার স্ট্রাইক রেট ১২২.৫৯। ৩০৭ টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ৯৩ টি ছক্কা।