প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে চমক

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ওয়েস্ট ইন্ডিজ
Vinkmag ad

চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড ঘোষণা। ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ। বাংলাদেশে ‘এ’ দলের হয়ে সফর করা দুই ব্যাটার স্কোয়াডে নতুন মুখ। দীর্ঘ সময় পর ফেরানো হয়েছে রাহকিম কর্নওয়ালকে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজকে সামনে রেখে এর আগে অনুশীলন ক্যাম্পের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত এই দলে অনুপস্থিত ছিল জেসন হোল্ডার, আলজারি জোসেফের নাম।

এবার তাদের যুক্ত করে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে ডাকা হয়েছে দুই নতুন মুখ- অ্যালিক অ্যাথানাজে এবং কার্ক ম্যাকেঞ্জি। বাংলাদেশে সাম্প্রতিক ‘এ’ দলের সফরে ম্যাকেঞ্জি এবং অ্যাথানাজে দারুণ ব্যাটিংয়ের পুরস্কার হিসাবে প্রথমবারের মতো জাতীয় দলে।

উইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেন, গুদাকেশ মতি চোটের কারণে রাহকিম কর্নওয়ালকে বাছাই করা হয়েছে। ২০২১ সালের নভেম্বরে সবশেষ টেস্ট খেলেন কর্নওয়াল।

ঘোষিত সূচি অনুযায়ী ১২ জুলাই থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ডোমিনিকাতে হবে এই ম্যাচ।

প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (ভিসি), অ্যালিক অ্যাথানাজে, ত্যাগনারায়ণ চন্দরপল, রাহকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কার্ক ম্যাকেঞ্জি, রেমন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

ট্রাভেলিং রিজার্ভ: টেভিন ইমলাচ, আকিম জর্ডান

৯৭ ডেস্ক

Read Previous

প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকের ‘২৫০’

Read Next

জোড়া শতকে বাংলাদেশের টার্গেট ৩৩২

Total
0
Share