প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকের ‘২৫০’

প্রথম বাংলাদেশি হিসাবে মুশফিকের '২৫০'
Vinkmag ad

প্রথম বাংলাদেশি হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ ম্যাচ খেলার কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। ২০০৬ সালে অভিষেকের পর আজ (৮ জুলাই, ২০২৩) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিক খেলতে নেমেছেন নিজের ২৫০ তম আন্তর্জাতিক ওয়ানডে।

আজকের আগ অব্দি ২৪৯ ম্যাচের ২৩৩ ইনিংসে ব্যাট করে ৩৭.০৫ গড়ে মুশফিক করেছেন ৭১৮৮ রান। ৫০ ওভারি আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরি ৯ টি, ফিফটি ৪৪ টি।

এই ফরম্যাটে বাংলাদেশের পক্ষে ২য় সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ৮৩১৩ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল। তিনে থাকা সাকিব আল হাসান ২৩৪ ম্যাচে করেছেন ৭১৪৭ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে খেলা ক্রিকেটার-

১. মুশফিকুর রহিম- ২৫০*
২. তামিম ইকবাল- ২৪১
৩. সাকিব আল হাসান- ২৩৪*
৪. মাহমুদউল্লাহ রিয়াদ- ২১৮
৫. মাশরাফি বিন মর্তুজা- ২১৮

৬. মোহাম্মদ আশরাফুল- ১৭৫
৭. আব্দুর রাজ্জাক- ১৫৩
৮. খালেদ মাসুদ পাইলট- ১২৬
৯. মোহাম্মদ রফিক- ১২৩
১০. হাবিবুল বাশার- ১১১।

৯৭ ডেস্ক

Read Previous

আগে বোলিংয়ে তামিম বিহীন বাংলাদেশ

Read Next

প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে চমক

Total
0
Share